Ajker Patrika

বালাগঞ্জে বীজ ও সার বিতরণের উদ্বোধন

বালাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯: ০২
Thumbnail image

বালাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি কার্যালয় উদ্যোগে রবি মৌসুমের বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে এসব দেওয়া হয়।

প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬০৫ জন কৃষক বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। সরিষা, সূর্যমুখী, মসুর ডাল, পেঁয়াজ ও গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের এই প্রণোদনার অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া এবারে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ১০০ জন কৃষককে ২ কেজি হাইব্রীড বীজ ও ৬৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী বীজ ও সার সহায়তা দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রান্তিক পর্যায়ের কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের প্রণোদনা দিচ্ছে। ধানের পাশাপাশি বিভিন্ন জাতের রবি ফসলের ওপর গুরুত্ব আরোপ করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়। দানাদার, ডাল, তেল ও মসলা জাতীয় ফসল চাষেও প্রণোদনা দেওয়া অব্যাহত আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ হাবিবুর রহমান হাবিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া। উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিহাব উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা কে এম সুজাউজজামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত