Ajker Patrika

সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: আমু

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ২৬
সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘ঘরে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি গণহত্যা করেছিল। সেই অপশক্তির সঙ্গে সরকার গঠন করে তারা কোনো দিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না।’

গতকাল মঙ্গলবার ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনৈতিকভাবে সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন তিনি।

সাংসদ আমির হোসেন আমু বলেন, ‘যেভাবে পাকিস্তানিরা দেশকে মেধাশূন্য করতে চাইল, ঠিক সেইভাবে বিদেশি চক্রান্ত এ দেশে মাদক ঢুকিয়ে যুব সমাজকে ধ্বংস করতে চাইছে। তাই প্রতিটি নাগরিকের সতর্ক হওয়া দরকার।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। রাজনৈতিকভাবেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত