Ajker Patrika

ভাগনে চেয়ারম্যান আনন্দের সময় মামার মৃত্যু

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৫
Thumbnail image

ভাগনে চেয়ারম্যান হওয়ার খুশিতে উচ্ছ্বাস করার সময় ইকারত মালিতা (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মানিক বিশ্বাস বলেন, আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউপি নির্বাচনে ইকারতের আপন ভাগনে তবারক হোসেন বিজয়ী হন। এই খুশিতে ইকারত মালিতাসহ বেশ কয়েকজন গ্রামের একটি দোকানে আনন্দ-উল্লাস করছিলেন। হঠাৎ চেয়ার থেকে পড়ে যান ইকারত। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মানিক আরও বলেন, ইকারত একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। ভাগনে চেয়ারম্যান হওয়ার খুশিতে একটু বেশি উল্লাস করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণটাই গেল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান বলেন, হৃৎক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে আসার আগেই ইকারত মালিতার মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা ইকারতের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত