Ajker Patrika

কচুয়ায় ৯১ জনের মনোনয়ন প্রত্যাহার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
কচুয়ায় ৯১ জনের মনোনয়ন প্রত্যাহার

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৩৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৯১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা।

এদিন চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সওদাগর।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সবশেষ গতকাল ৩৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী রয়েছেন ৬৬ জন। এ ছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১২৬ মনোনয়নপত্র দাখিল করে সবাই বৈধতা পান। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় সর্বশেষ ১২১ জন বৈধ প্রার্থী রয়েছেন।

অন্যদিকে সাধারণ সদস্য পদে ৫৬৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৫৬৭ জন বৈধ হন। তবে শেষ দিনে ৪৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোট ৫১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ৫ জানুয়ারি উপজেলার এই ১২ ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত