Ajker Patrika

কচুয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ২৯
Thumbnail image

চাঁদপুরের কচুয়ায় রুপা আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জহিরুল ভিলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত রুপা আক্তার বাবাসহ তাঁর বোন রেহেনার ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতেন। তিনি কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধলমন্ডল গ্রামে।

নিহত রুপার বোন রেহেনা আক্তার বলেন, গত শনিবার সকাল ৬টায় আমার বাবা কাজের জন্য গ্যারেজে যান। আমি কাজের উদ্দেশ্যে বের হই ও আমার মেয়ে পরীক্ষা দিতে মাদ্রাসায় যায়। দুপুরে পরীক্ষা শেষে আমার মেয়ে বাসায় এসে রুপাকে দরজা খোলার জন্য অনেক ডাকাডাকি করে। পরে দরজা না খোলায় সে আমাদের খবর দেন। পরে আমি ও আমার বাবা বাসায় এসে দরজা খুলতে না পেরে জানালা দিয়ে আমার বোনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দিলে তাঁরা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত