Ajker Patrika

এবার বঙ্গবন্ধু ১০০ ধান চাল হবে মাঝারি চিকন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ১৫
এবার বঙ্গবন্ধু ১০০ ধান চাল হবে মাঝারি চিকন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাত বঙ্গবন্ধু ১০০ ধান পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। উপজেলার পাঁচজন কৃষককে এ বীজ দেয় উপজেলা কৃষি বিভাগ। এর মধ্যে তিনজনকে রাজস্ব খাতে প্রদর্শনী এবং দুজনকে প্রণোদনার এ বীজ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে জমিতে চারা রোপণ করা হবে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, জিঙ্ক-সমৃদ্ধ ব্রি বঙ্গবন্ধু ১০০ ধান। গত বছর এ ধানের ছাড়পত্র দেয় সরকার। নতুন জাতের এ ধান আধুনিক উফশী ধানের বৈশিষ্ট্যসংবলিত। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা হবে ১০১ সেন্টিমিটার। জীবনকাল ১৪৮ দিন। বঙ্গবন্ধু ১০০ ধানে জিঙ্ক রয়েছে ২৫ দশমিক ৭ মিলিগ্রাম। নাজিরশাইল বা জিরা ধানের দানার মতো হবে। ধানের রং খড়ের মতো (সোনালি) ও চাল মাঝারি চিকন ও সাদা হবে। এই চালের গুণগত মান অত্যন্ত ভালো। হেক্টরপ্রতি গড় ফলন হবে ৭ থেকে ৮ টন। তবে উপযুক্ত পরিচর্যা এবং আবহাওয়া অনুকূল থাকলে ফলন বেশি হতে পারে।

রহনপুর ইউনিয়নের বংপুর এলাকার কৃষক শরিফুল ইসলাম জেম বলেন, ‘উপজেলা কৃষি বিভাগ থেকে নতুন জাতের বঙ্গবন্ধু ১০০ ধানের বীজ দেওয়া হয়েছিল। সে বীজ জমিতে বপন করা আছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বীজতলা ভালো আছে।’

আরেক কৃষক আকতারুল ইসলাম জানান, বীজতলার চারা ভালোভাবে বেড়ে উঠছে। নতুন জাতের বঙ্গবন্ধু ১০০ ধানটি করতে পেরে অনেক ভালো লাগছে। অন্যান্য ধানের চেয়ে উৎপাদন ভালো হবে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে। জমি চাষাবাদের উপযোগী হলে চারা রোপণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার বলেন, উপজেলার পাঁচজন কৃষককে বঙ্গবন্ধু ১০০ ধানের বীজ ও সার দেওয়া হয়েছে। এক সপ্তাহ পর তা জমিতে রোপণ করা হবে। কৃষকদের সারি করে চারা রোপণ করতে বলা হয়েছে। এ ছাড়া পার্চিং অর্থাৎ রোপণের পর জমিতে গাছের ডাল দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পাখি ডালে বসে পোকামাকড় খেতে পারে। এতে রোগবালাই ও পোকার আক্রমণ কম হবে।

সীমা কর্মকার আরও বলেন, যেহেতু বীজতলা ভালো হয়েছে, তাই বিঘাপ্রতি ফলন ২৫ থেকে ৩০ মণ হবে। ভবিষ্যতে জাতটি উপজেলায় সম্প্রসারণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত