রাজবাড়ী প্রতিনিধি
শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকটে ব্যাহত হচ্ছে রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম। বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। ১৯৮২ সালে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী আদর্শ কলেজ। ১৯৮৯ সালের ১০ জুলাই কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ। ১৯৯৭ সালে কলেজটি সরকারীকরণ হয়। কয়েক বছর ধরে শ্রেণিকক্ষ, শিক্ষক ও আবাসনসংকটের মধ্য দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের চারতলাবিশিষ্ট ভবনটিতে রয়েছে অধ্যক্ষের কার্যালয়, শিক্ষকদের একটি কক্ষ, দুটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, একটি পাঠাগার, শিক্ষক কমনরুম, শিক্ষার্থীদের কমনরুম, গেস্টরুম ও ব্যবহারিক কক্ষ। এই ভবনেই শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ১৪টি। কলেজের উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ক্লাস, স্নাতক (পাস) শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের তিনটি বর্ষের ক্লাস, ছয়টি অনার্স বিষয়ের এবং মাস্টার্স দুটি বিষয়ের ক্লাস এই ১৪টি শ্রেণিকক্ষ দিয়েই চালিয়ে নিতে হচ্ছে। তিন হাজার ছাত্রীর কলেজে রয়েছে ১০০ আসনের একটিমাত্র হোস্টেল। কলেজের নতুন একটি ভবন নির্মাণের প্রস্তাব ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। কলেজটিতে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার। উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ছাড়াও অনার্স চালু রয়েছে ছয়টি বিষয়ে আর মাস্টার্স দুটি বিষয়ে। সেগুলো হলো ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ও সমাজকর্ম। মাস্টার্স চালু রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে। কলেজের শিক্ষক রয়েছেন ৪২ জন।
শিক্ষকেরা জানান, কোনো বিষয়ে অনার্স চালু হলে সে বিষয়ে কমপক্ষে ১০ জন শিক্ষক থাকার কথা, অথচ এই কলেজে সর্বোচ্চ চারজন শিক্ষকের পদ মঞ্জুর রয়েছে। তা-ও কয়েকটি বিষয়ের পদ শূন্য রয়েছে। ব্যবস্থাপনা বিষয়ে তিনজনের পদ থাকলেও একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। হিসাববিজ্ঞান, মার্কেটিংয়ের জন্য মঞ্জুর আছে তিনটি পদ। সমাজকর্ম বিভাগে চারজনের জায়গায় রয়েছেন তিনজন। এই শূন্যতার কারণে শিক্ষকদের ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে। গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ে দুই হাজার ছাত্রী থাকলেও চার বছর ধরে কোনো শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে এ বিষয়ের ক্লাস নেওয়া হয়। অন্যদিকে কলেজের একটিমাত্র হোস্টেলে আসনসংখ্যা ১০০।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর বলেন, কলেজের পরিবেশ, পড়াশোনার মান—সবদিক দিয়েই ভালো; কিন্তু শ্রেণিকক্ষ, শিক্ষক ও আবাসনসংকটের কারণে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১৭ সালে কলেজে উপাধ্যক্ষের পদে যোগ দিয়েই শুনছেন, কলেজে দশতলা ভবন হবে। তিন বছর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ভবনের জন্য মাটি পরীক্ষাও করে গেছে। রিপোর্ট ইতিবাচক থাকার পরও ভবন হচ্ছে না। ভবনটি হলে শ্রেণিকক্ষের সংকট থাকত না।
ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবীব বলেন, একাদশ-দ্বাদশের ক্লাস নেওয়ার জন্য একসঙ্গে অন্তত সাতটি শ্রেণিকক্ষ প্রয়োজন, অথচ কলেজে পর্যাপ্তসংখ্যক শ্রেণিকক্ষ নেই। যে কারণে একাদশ ও দ্বাদশ শ্রেণির রুটিনের ওপর ভিত্তি করে অনার্সের রুটিন করা হয়।
রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একটি নতুন ভবন নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হয়ে এলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকটে ব্যাহত হচ্ছে রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম। বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। ১৯৮২ সালে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী আদর্শ কলেজ। ১৯৮৯ সালের ১০ জুলাই কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ। ১৯৯৭ সালে কলেজটি সরকারীকরণ হয়। কয়েক বছর ধরে শ্রেণিকক্ষ, শিক্ষক ও আবাসনসংকটের মধ্য দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের চারতলাবিশিষ্ট ভবনটিতে রয়েছে অধ্যক্ষের কার্যালয়, শিক্ষকদের একটি কক্ষ, দুটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, একটি পাঠাগার, শিক্ষক কমনরুম, শিক্ষার্থীদের কমনরুম, গেস্টরুম ও ব্যবহারিক কক্ষ। এই ভবনেই শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ১৪টি। কলেজের উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ক্লাস, স্নাতক (পাস) শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের তিনটি বর্ষের ক্লাস, ছয়টি অনার্স বিষয়ের এবং মাস্টার্স দুটি বিষয়ের ক্লাস এই ১৪টি শ্রেণিকক্ষ দিয়েই চালিয়ে নিতে হচ্ছে। তিন হাজার ছাত্রীর কলেজে রয়েছে ১০০ আসনের একটিমাত্র হোস্টেল। কলেজের নতুন একটি ভবন নির্মাণের প্রস্তাব ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। কলেজটিতে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার। উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ছাড়াও অনার্স চালু রয়েছে ছয়টি বিষয়ে আর মাস্টার্স দুটি বিষয়ে। সেগুলো হলো ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ও সমাজকর্ম। মাস্টার্স চালু রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে। কলেজের শিক্ষক রয়েছেন ৪২ জন।
শিক্ষকেরা জানান, কোনো বিষয়ে অনার্স চালু হলে সে বিষয়ে কমপক্ষে ১০ জন শিক্ষক থাকার কথা, অথচ এই কলেজে সর্বোচ্চ চারজন শিক্ষকের পদ মঞ্জুর রয়েছে। তা-ও কয়েকটি বিষয়ের পদ শূন্য রয়েছে। ব্যবস্থাপনা বিষয়ে তিনজনের পদ থাকলেও একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। হিসাববিজ্ঞান, মার্কেটিংয়ের জন্য মঞ্জুর আছে তিনটি পদ। সমাজকর্ম বিভাগে চারজনের জায়গায় রয়েছেন তিনজন। এই শূন্যতার কারণে শিক্ষকদের ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে। গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ে দুই হাজার ছাত্রী থাকলেও চার বছর ধরে কোনো শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে এ বিষয়ের ক্লাস নেওয়া হয়। অন্যদিকে কলেজের একটিমাত্র হোস্টেলে আসনসংখ্যা ১০০।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর বলেন, কলেজের পরিবেশ, পড়াশোনার মান—সবদিক দিয়েই ভালো; কিন্তু শ্রেণিকক্ষ, শিক্ষক ও আবাসনসংকটের কারণে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১৭ সালে কলেজে উপাধ্যক্ষের পদে যোগ দিয়েই শুনছেন, কলেজে দশতলা ভবন হবে। তিন বছর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ভবনের জন্য মাটি পরীক্ষাও করে গেছে। রিপোর্ট ইতিবাচক থাকার পরও ভবন হচ্ছে না। ভবনটি হলে শ্রেণিকক্ষের সংকট থাকত না।
ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবীব বলেন, একাদশ-দ্বাদশের ক্লাস নেওয়ার জন্য একসঙ্গে অন্তত সাতটি শ্রেণিকক্ষ প্রয়োজন, অথচ কলেজে পর্যাপ্তসংখ্যক শ্রেণিকক্ষ নেই। যে কারণে একাদশ ও দ্বাদশ শ্রেণির রুটিনের ওপর ভিত্তি করে অনার্সের রুটিন করা হয়।
রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একটি নতুন ভবন নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হয়ে এলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪