Ajker Patrika

যুব উন্নয়নে আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৬
যুব উন্নয়নে আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঝালকাঠিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকবিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার ঝালকাঠিতে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ১৪ জনকে যুবকল্যাণ তহবিল থেকে ৫ লাখ ৭০ হাজার টাকার চেক ও মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনকে ক্রেস্ট ও ২ হাজার টাকা করে প্রাইজবন্ড এবং সনদপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া নিবন্ধিত সংগঠনের মধ্যে সনদপত্র দেওয়া হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারিহা নিশাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোতাহার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহসীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু. আল আমিন বাকলাই প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত