Ajker Patrika

সুলতানা’স ড্রিমের অনুদান পাচ্ছেন তিন নারী নির্মাতা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১: ১৭
সুলতানা’স ড্রিমের অনুদান পাচ্ছেন তিন নারী নির্মাতা

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল সুলতানা’স ড্রিম-এর প্রথম উদ্যোগ ‘ব্রেকিং দ্য সাইলেন্স’। এটি মূলত তরুণ নারীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ ও অনুদানের আয়োজন। প্রায় শতাধিক আবেদনকারীর মধ্য থেকে ১৬ জন তরুণ নারীকে নিয়ে দুই ধাপে প্রশিক্ষণ কর্মশালা হয়। প্রশিক্ষক ছিলেন দেশ ও বিদেশের শীর্ষ চলচ্চিত্র নির্মাতা ও একাডেমিকরা।

ছয় মাসের প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের চিত্রনাট্য থেকে সেরা চিত্রনাট্য বাছাই করার জন্য একটি স্বতন্ত্র জুরিবোর্ড গঠন করা হয়। জুরিরা সর্বসম্মতিক্রমে তিনটি প্রজেক্টকে নির্মাণ-সহায়তা প্রদানের সিদ্ধান্ত দেন। গতকাল ঘোষণা করা হলো সুলতানা’স ড্রিম থেকে অনুদান পাওয়া তিন তরুণ নারী নির্মাতার নাম। ফাতিহা তাইয়ারা স্পর্শ বানাবেন ‘গ্রো উইথ দ্য ফ্লো’ সিনেমা। মাহমুদা আক্তার মনীষার সিনেমার নাম ‘গালি কথন’। আর ‘আ লেজি নুন অ্যান্ড আ হাউস ওয়াইফ’ নামের সিনেমাটি বানাবেন মনন মুনতাকা।

সুলতানা’স ড্রিমের ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ আয়োজনের সহ-আয়োজক প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ এবং পরিবেশনা সহযোগী গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশ। জুরিবোর্ডের সদস্য ছিলেন গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক ড. কার্স্টেন হ্যাকেনব্রোচ, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালেদ ঋতি, ফরাসি চলচ্চিত্র প্রযোজক ডমিনিক ওয়েলিনস্কি এবং এশিয়া ফাউন্ডেশনের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা বিভাগের সিনিয়র ডিরেক্টর জেন স্লোন।

কর্মশালার প্রশিক্ষক ছিলেন ফরাসি চিত্রনাট্যকার ফিলিপ বাহরিয়ে, বাংলাদেশি নির্মাতা তাসমিয়াহ্ আফরিন মৌ, মেহেদি হাসান, চৈতালী সমাদ্দার, প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ, পাকিস্তানী অভিনেত্রী ও নির্মাতা সিমাব গুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত