Ajker Patrika

ট্রলি চালকের বিরুদ্ধে থানায় মামলা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৯
ট্রলি চালকের বিরুদ্ধে থানায় মামলা

শেরপুরের শ্রীবরদীতে বনভোজন থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে দুই এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেনের বড় ভাই মো. ইউনুস আলী বাদী হয়ে ট্রলিচালক মো. জুয়েল মিয়াকে একমাত্র আসামি করে শ্রীবরদী থানায় ওই মামলা করেন। তবে এখনো গ্রেপ্তার হয়নি ট্রলিচালক জুয়েল।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ট্রলিচালক জুয়েল মিয়ার বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে ট্রলিচালক জুয়েল পলাতক।

তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ছাড়া ট্রলিটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলার খড়িয়া গ্রামের একদল তরুণ বনভোজন শেষে উপজেলা বাজারে সাউন্ড বক্স ফেরত দিয়ে ট্রলিযোগে বাড়ি ফেরার পথে শ্রীবরদী-লঙ্গরপাড়া সড়কের কলাকান্দা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে যায়। এতে ট্রলিতে থাকা ২ জন নিহত ও ১০ জন আহত হন।

নিহতরা হলেন- উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের পূর্বখড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল (১৮) ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৮)। হতাহত সবাই এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত