Ajker Patrika

পুলিশের গাড়িতে ডাকাতের হানা যুবক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ২৯
পুলিশের গাড়িতে ডাকাতের হানা যুবক আটক

মাধবপুর উপজেলায় যাত্রীবাহী গাড়ি ভেবে টহল পুলিশের গাড়িতে হানা দেয় ডাকাত। এ ঘটনায় পুলিশ তিনটি গুলি ছুড়লে গুলিবিদ্ধ অবস্থায় দুজন পালিয়ে যান। তবে এ সময় সোহাগ মিয়া (২২) নামের যুবককে আটক করে পুলিশ।

গত রোববার রাত দেড়টায় ছাতিয়াইন সড়কে এ ঘটনা ঘটে। আটক যুবক ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাছিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের আমির আলীর ছেলে।

পুলিশ জানায়, মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) খাইরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ছাতিয়াইন সড়কে টহলে ছিল। রাত দেড়টায় টহল পুলিশের গাড়িটি চলন্ত অবস্থায় থাকলে একদল ডাকাত তাদের গাড়িটি গতিরোধ করে। এ সময় ডাকাতেরা গাড়িটি পুলিশের বুঝতে পেরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় পুলিশ প্রাণ রক্ষায় গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় প্রায় দুজন পালিয়ে যায়। এ সময় সোহাগ নামে এক যুবককে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যা হলে ছাতিয়াইন সড়কটিতে ডাকাতে আতঙ্কে থাকেন।

মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মুর্শেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। মামলায় সোহাগ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত