Ajker Patrika

ওএমএসের চাল কেনা হলো না বুলবুলির

বগুড়া ও ধুনট প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১১: ৫৮
ওএমএসের চাল কেনা  হলো না বুলবুলির

বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বুলবুলি বেগম নামের এক নারী খোলাবাজারের পণ্য কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে দ্রুতগামী ট্রাকচাপায় তিনি নিহত হন। অপরজন আব্দুল আলিম খান মোটরসাইকেল আরোহী ছিলেন। ট্রাকের সঙ্গে ধাক্কায় তিনি নিহত হন।

গতকাল বৃহস্পতিবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বুলবুলি বেগম খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা কেনার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তিনিসহ আরও পাঁচ নারী যাত্রী ধুনট শহরের দিকে রওনা হন। পথে ধুনট-গোসাইবাড়ি সড়কের চান্দারপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় বুলবুল বেগমসহ অন্য যাত্রীরা অটোরিকশা থেকে ছিটকে পড়েন। বুলবুলি খাতুন পাকা সড়কের ওপর পড়ায় ট্রাকটি তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বুলবুলি বেগম নিহত হন।

এ সময় ওই অটোরিকশার অন্যান্য যাত্রী গুরুতর আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে বুলবুলি বেগম (৪০) স্বামী পরিত্যক্তা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আজগর আলীর মেয়ে তিনি।

আহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন, শহীদের স্ত্রী আলেয়া বেওয়া, উপহাসের স্ত্রী সালেকা বেগম, জালাল উদ্দিনের স্ত্রী মেরিনা খাতুন ও কালু শেখের স্ত্রী বুলি বেওয়া।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরের করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন আব্দুল আলিম খান।

আব্দুল আলিম খান (৪৬) আদমদীঘি যুব উন্নয়ন অফিসের কম্পিউটার অপারেটর ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার মাসুমপুর চালুঞ্জা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি দুপচাঁচিয়া কোর্টপাড়া এলাকায় বাস করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল করে বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে মেইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাস স্ট্যান্ডে এলাকায় পৌঁছালে একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে শজিমেক এ পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত