Ajker Patrika

রাস্তা না দেওয়ায় প্রতিবেশীর ঘরে আগুন

সাটুরিয়া প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৩
রাস্তা না দেওয়ায় প্রতিবেশীর ঘরে আগুন

সাটুরিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ঘরে আগুন দেওয়ার অভিযোগ করেছেন তাসলিমা আক্তার পুষ্প নামে এক নারী। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

তাসলিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বাবা ১৯৭৯ সালে প্রতিবেশী লালমিয়ার কাছ থেকে ১২ শতাংশ জমি কেনেন। পাঁচ শতাংশ জমিতে বাড়ি করে আমার বয়স্ক মাকে নিয়ে থাকি। প্রতিবেশী বুলবুল আহম্মেদ বছরখানেক আগে জোড়পূর্বক বাড়ির ওপর দিয়ে রাস্তা নিতে চান। তখন আমি বাধা দিলে আমার বৃদ্ধ মা ও আমাকে মারধর করেন। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান- মেম্বারের কাছে বিচার চাইলে তাঁরা মীমাংসা করতে পারেননি।

উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বুলবুল। এদিকে গত বছর ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা গ্রাম্য বিচার করে আমার অর্ধশতাধিক গাছ কেটে পাশ দিয়ে জোড়পূর্বক রাস্তা দেন বুলবুলকে। পরে আমি ওই রাস্তা বন্ধ করে দিই।’

তাসলিমার মা হাজেরা বেগম বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ার পর থেকেই নানা হুমকি-ধমকি দিয়ে আসছেন বুলবুল। হুমকি-ধমকিতে কাজ না হওয়ায় তিনি সোমবার দিবাগত রাতে মবিল ঢেলে আগুন দিয়ে আমার বাড়ি পুড়িয়ে দেয়। আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। তাই তিনি আমাদের বিভিন্ন সময় মানুষিক নির্যাতন করেন।’

এ বিষয়ে বুলবুল আহম্মেদ আগুন ধরিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে আমার পরিবারের বিরোধ চলছে। তাঁরা নিজেরাই ঘরে আগুন ধরিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন।’

বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহুল আমিন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বিষয়টি দুঃখজনক। এর আগেও জমিজমা ও রাস্তা নিয়ে বিচার সালিস হয়েছে।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত