Ajker Patrika

শিক্ষার্থীদের টিকা শুরু

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ৫৪
শিক্ষার্থীদের টিকা শুরু

মাধ্যমিক স্কুল পর্যায়ে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের গতকাল বুধবার নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে সারা দেশের শিক্ষার্থীদের করোনার টিকা কর্মসূচির আওতায় আনার ঘোষণা দেয় সরকার। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

ডোমার (নীলফামারী): উপজেলায় একদিনে মাধ্যমিক স্কুল পর্যায়ে ১২-১৭ বছর বয়সী এক হাজার ৮০০ শিক্ষার্থীকে করোনার ফাইজার টিকার প্রথম ডোজ দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত শিল্পকলা একাডেমি ভবনে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হয়। এর আগে গত ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাঁশ গবেষণা কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে উপজেলা প্রশাসন। ওই দিন ২ হাজার ১৪০ জন ও দ্বিতীয় দিনে ৮০০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, খুব স্বল্প সময়ের মধ্যে উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে ১২-১৭ বছর বয়সী সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।

হিলি (দিনাজপুর): করোনা সংক্রমণ রোধে দিনাজপুরের হিলিতে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বুথে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। একই সঙ্গে হাকিমপুর পৌরসভা ও আমদানি রপ্তানিকারক গ্রুপের পৃথক দুটি বুথে সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে করোনার টিকা গ্রহণ করেন।

খানসামা: দিনাজপুরের খানসামায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় ২০ শয্যা হাসপাতালে এই টিকা কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, ইউএনও রাশিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডা. শতাব্দী সাহা তিথি, মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক প্রমুখ।

ফুলবাড়ী: উপজেলায় গতকাল ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী সরকারি কলেজ সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলায় আনুষ্ঠানিকভাবে টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযাদ্ধা মো. মাস্তোফিজুর রহমান ফিজার।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদর চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত