Ajker Patrika

চেয়ারম্যান পদে লড়ছেন ২ নারী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ২৬
Thumbnail image

চাঁদপুরের কচুয়ায় পঞ্চম ধাপের ২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ প্রার্থীর সঙ্গে দুই নারী প্রার্থীও লড়ছেন। এর মধ্যে উপজেলার কড়ইয়া ইউপিতে উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন ও বিতারা ইউপিতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভানেত্রী সালমা শহীদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কড়ইয়া ইউপিতে ফারহানা পারভীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. ছালাম সওদাগর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিসান আহমেদ পাটওয়ারী ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম মালেকসহ ৯ জন প্রার্থী।

উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন বলেন, নির্বাচিত হলে কড়ইয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ থেকে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক নির্মূল করবেন। এ ছাড়া নারীদের শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ, সহযোগিতা ও এলাকার মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন।

অপরদিকে সালমা শহীদ বিতারা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তাঁর প্রতিবন্ধীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লা আল মামুন, বর্তমান চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসহাক সিকদার, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার, সাবেক সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দীনসহ ১৫ জন প্রার্থী।

সালমা শহীদ বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে সকলকে নিয়ে কাজ কর একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত