নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১০ সুবিধাবঞ্চিত শিশুর এক দিনের চাওয়া পূরণ করেছেন মোহাম্মদ নিজাম উদ্দিন। তাঁর সংগঠন গোল্ডেন ইয়ুথ ফাউন্ডেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের নিয়ে ‘ইচ্ছে পূরণ’ নামে একটি ব্যতিক্রমী আয়োজন করে।
নিজাম উদ্দিন ওই ১০ শিশুকে নিয়ে গত সোমবার উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তাদের পরিচিত করিয়েছেন বিভিন্ন স্থান ও সরকারি স্থাপনার সঙ্গে। এ সময় যাতায়াত, সকালের নাশতা এবং দুপুরের খাবার এবং নতুন পোশাকের ব্যবস্থা করেন তিনি। এমনকি ওই সব শিশুদের ছোট খাটো বায়নাও পূরণ করেন। এসব বায়নার মধ্যে ছিল চিপস, বিস্কুট, চকলেট আর মিষ্টি। এসব পেয়ে আনন্দে দিনটি পার করে শিশুরা।
ইচ্ছে পূরণে আসা উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঠকটারী এলাকার মৃত শঙ্কর ঠাকুরের মেয়ে স্মৃতি ও ইতি জানায়, তাদের একজন তৃতীয়, অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তাঁদের বাবা মারা গেছেন। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন, তা দিয়েই কোনোমতে সংসার চলে। ভালো কিছু খাওয়া-পরার সৌভাগ্য তাদের হয়নি। গত সোমবার নিজাম তাদের ইচ্ছে পূরণে এগিয়ে এসেছেন। তারা ঘুরেছে উপজেলার নানা প্রান্তে। শহীদ মিনার দেখেছে, সেখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাও জানিয়েছে। ভালো হোটেলে খাবার খেয়েছে।
একই ইউনিয়নের সুখাতি বোর্ডঘর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে নাজমুল ইসলাম (৮), এগারোমাথা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রব্বানী (৯) জানায়, তারা অনেক আনন্দ করেছে। তারা ওই দিন যখন যা চেয়েছে, তাই পেয়েছে।
গোল্ডেন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা একটু আদর, একটু ভালোবাসা পেলে কতটা খুশি হয় বলে বোঝানো যাবে না।’
১০ সুবিধাবঞ্চিত শিশুর এক দিনের চাওয়া পূরণ করেছেন মোহাম্মদ নিজাম উদ্দিন। তাঁর সংগঠন গোল্ডেন ইয়ুথ ফাউন্ডেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের নিয়ে ‘ইচ্ছে পূরণ’ নামে একটি ব্যতিক্রমী আয়োজন করে।
নিজাম উদ্দিন ওই ১০ শিশুকে নিয়ে গত সোমবার উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তাদের পরিচিত করিয়েছেন বিভিন্ন স্থান ও সরকারি স্থাপনার সঙ্গে। এ সময় যাতায়াত, সকালের নাশতা এবং দুপুরের খাবার এবং নতুন পোশাকের ব্যবস্থা করেন তিনি। এমনকি ওই সব শিশুদের ছোট খাটো বায়নাও পূরণ করেন। এসব বায়নার মধ্যে ছিল চিপস, বিস্কুট, চকলেট আর মিষ্টি। এসব পেয়ে আনন্দে দিনটি পার করে শিশুরা।
ইচ্ছে পূরণে আসা উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঠকটারী এলাকার মৃত শঙ্কর ঠাকুরের মেয়ে স্মৃতি ও ইতি জানায়, তাদের একজন তৃতীয়, অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তাঁদের বাবা মারা গেছেন। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন, তা দিয়েই কোনোমতে সংসার চলে। ভালো কিছু খাওয়া-পরার সৌভাগ্য তাদের হয়নি। গত সোমবার নিজাম তাদের ইচ্ছে পূরণে এগিয়ে এসেছেন। তারা ঘুরেছে উপজেলার নানা প্রান্তে। শহীদ মিনার দেখেছে, সেখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাও জানিয়েছে। ভালো হোটেলে খাবার খেয়েছে।
একই ইউনিয়নের সুখাতি বোর্ডঘর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে নাজমুল ইসলাম (৮), এগারোমাথা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রব্বানী (৯) জানায়, তারা অনেক আনন্দ করেছে। তারা ওই দিন যখন যা চেয়েছে, তাই পেয়েছে।
গোল্ডেন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা একটু আদর, একটু ভালোবাসা পেলে কতটা খুশি হয় বলে বোঝানো যাবে না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫