Ajker Patrika

১০ পরিবহন শ্রমিকের পরিবার পেল অনুদান

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ২৪
১০ পরিবহন শ্রমিকের পরিবার পেল অনুদান

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সিলেট জেলার ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

গতকাল ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে ১০ শ্রমিক পরিবারের সদস্যদের হাতে এই টাকা তুলে দেওয়া হয়। মৃত্যুবরণকারী শ্রমিকেরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. বি-১৪১৮) সদস্য ছিলেন। ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত