Ajker Patrika

৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ২৮
৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহের শৈলকুপার এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শৈলকুপার ৩ সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত ১৫ নভেম্বর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত খুলনায় অভিযোগটি করা হলে ঝিনাইদহ পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। গত শুক্রবার বিষয়টি সাংবাদিকেরা জানতে পারেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগকারী ও নারী নিজে বাদী হয়ে খুলনার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইদহ পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, ভোরের কাগজের শৈলকুপা প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামিমুল ইসলাম শামিম, দৈনিক আজকালের খবর পত্রিকার শৈলকুপা প্রতিনিধি এইচ এম ইমরান ও ওই নারীর প্রথম স্বামী।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যার দিকে ১ নম্বর আসামি মনিরুজ্জামান সুমন তাঁর ফেসবুক ওয়ালে বাদীর ও এক যুবকের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পোস্ট করেন। এরপর ২ নম্বর আসামি শামিমুল ইসলাম শামিম ও ৩ নম্বর আসামি এইচএম ইমরানের ব্যক্তিগত আইডি থেকে দ্রুত তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে এই ছবি ও নিউজ ছড়িয়ে পড়ার পর বাদীর প্রতি ঘৃণা ছড়াতে থাকে।

বিষয়টি নিয়ে বাদীর আইনজীবী স্বপন কুমার ঘোষ জানান, বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত খুলনায় ৩ সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা সবাই মামলার কথা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত