Ajker Patrika

জমজমাট ভোটের প্রচার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২: ০২
জমজমাট ভোটের প্রচার

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুরের বিরল উপজেলার ছয় ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চলছে জমজমাট ভোটের প্রচার। শীতের সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁদের উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচার জমে উঠেছে। হাটবাজার, মাঠঘাট সর্বত্রই এখন ভোটের আলোচনা। প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।

জানা যায়, ৬ ইউপিতে চেয়ারম্যান পদে ২৪, সাধারণ সদস্য পদে ৭৩ এবং সংরক্ষিত সদস্য পদে ১৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ নম্বর ধামইর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান মোসলেম উদ্দীন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী লাইসুর রহমান ও সাইদুর রেজা। ৪ নম্বর শহরগ্রামে প্রার্থী ৬ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের ওয়াহেদ আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান মুরাদ, হাছান আলী, আব্দুর রশিদ, আজিমুল ইসলাম ও রফিকুল ইসলাম।

৬ নম্বর ভান্ডারা ইউনিয়নে প্রার্থী ৪ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান মামনুর রশিদ মামুন (নৌকা), স্বতন্ত্র শহিদুর রহমান, আবুল কালাম আজাদ ও আব্দুল মালেক।

৮ নম্বর ধর্মপুরে প্রার্থী ৩ জন। তাঁরা হলেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার (নৌকা), স্বতন্ত্র নুর ইসলাম ও ওমর ফারুক।

৯ নম্বর মঙ্গলপুরে ৫ প্রার্থী হলেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান সেরাজুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র আবুল কাশেম (আনারস), আহসানুল হক, পমির উদ্দীন ও রকিবুজ্জামান।

১০ নম্বর রাণীপুকুরে ৩ জন প্রার্থী হলেন আওয়ামী লীগের আল্লামা আজাদ ইকবাল লাবু (নৌকা), স্বতন্ত্র মোজাহারুল ইসলাম (মোটরসাইকেল) ও মোল্লা সাজিদ আহাম্মেদ।

বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এসব ইউনিয়নে ৩১ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত