Ajker Patrika

বাসেত মজুমদারের দাফন সম্পন্ন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ০৭
বাসেত মজুমদারের দাফন সম্পন্ন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও আইনজীবী আবদুল বাসেত মজুমদারের দাফন কুমিল্লার লাকসামে সম্পন্ন হয়েছে। গত বুধবার মাগরিবের নামাজে পর উপজেলার শানিচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ জানাজা হয়। পরে বিদ্যালয়সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আবদুল বাসেত মজুমদারের জানাজায় লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া, লালমাই উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরাসহ দলীয় নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। এর আগে বিকেল সাড়ে চারটায় হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর মরদেহ বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগে সভাপতি ও সাংসদ মো. বাহাউদ্দিন বাহার তাঁর মরদেহ গ্রহণ করেন।

গত বুধবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল বাসেত মজুমদার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মেরুদণ্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার বনানী কেন্দ্রীয় জামে মসজিদে, দ্বিতীয় জানাজা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

আবদুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে। ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবদুল বাসেত মজুমদার দুস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেন। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এ ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হয়। দীর্ঘ পেশাজীবনে ২০ হাজারেরও বেশি মানুষকে বিনা মূল্যে বা নামমাত্র মূল্যে আইনি সহায়তা দিয়েছেন তিনি। এ কারণে তিনি ‘গরিবের আইনজীবী’ হিসেবে পরিচিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত