Ajker Patrika

বালাগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার পর উত্তেজনা

বালাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ১৮
Thumbnail image

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের পশ্চিম হায়দরপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তেজনা বিরাজ করছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়ভাবে আপস নিষ্পত্তির চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম হায়দরপুর গ্রামের আশিকুর রহমান আশিক সদস্য পদে বিজয়ী হন। পরদিন শুক্রবার রাতে আশিকের সমর্থক রাসেল প্রতিবেশী পরাজিত প্রার্থী সাইফুল ইসলামের সমর্থক সামছুলকে কটাক্ষ করেন। সামছুল প্রতিবাদ করলে রাসেলসহ কয়েকজন তাঁর বাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় সামছুলের পক্ষের চারজন আহত হন। আহতরা পাল্টা ইট ছুড়লে রাসেলের পক্ষের দুজন আহত হন।

সামছুল ইসলাম বলেন, রাসেলের পক্ষের লোকজন মারমুখী অবস্থানে রয়েছেন। তাঁরা ফের হামলা করার সুযোগ খুঁজছেন। তবে, রাসেল আহমদ অভিযোগ অস্বীকার করে এ ঘটনার জন্য সামছুলকে দায়ী করেছেন।

বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনা স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত