Ajker Patrika

ধানের শিষে পোকার আক্রমণ

সাইফুল আলম তুহিন, ত্রিশাল
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৩২
Thumbnail image

ত্রিশালে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকসহ সংশ্লিষ্টরা। তবে এই সম্ভাবনার মধ্যেই কৃষকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, উঠতি ধানের শীষে ক্ষতিকর পোকার আক্রমণ। আর কিছুদিনের মধ্যেই ধান পরিপক্ব হওয়ার কথা থাকলেও পোকার আক্রমণের কারণে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে বলে কৃষকেরা জানিয়েছেন।

সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘুরে দেখা যায়, যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ। বাতাসে দুলছে ধানের গাছ। অধিকাংশ আমন খেতেই ধানের শিষ এসেছে। তবে অনেক স্থানে ধানের শিষে পোকার আক্রমণে নষ্ট থাকতে দেখা গেছে।

ত্রিশাল উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৯ হাজার ২২০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। ইতিমধ্যে ধান গাছ পূর্ণাঙ্গ আকার ধারণ করেছে।

তবে ক্ষতিকর পোকার আক্রমণ নিয়ে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। তাঁরা জানিয়েছেন, অনেক জমিতেই গাছের চারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পাতার রঙ সাদা হয়ে যাচ্ছে। রোগ প্রতিরোধে স্থানীয় কৃষি সম্প্রসারণ কার্যালয়ের পরামর্শে চাষিরা তাঁদের জমি পরিচর্যা করছেন। এরপরও পোকার আক্রমণ বেশি থাকায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

এ ছাড়া খেতে রয়েছে ইঁদুরের উপদ্রব। ধান গাছ কেটে নিয়ে যাচ্ছে এসব ইঁদুর। এই উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য ইঁদুর মারার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করছেন কৃষকেরা।

মঠবাড়ী ইউনিয়নের কৃষক আক্তারুজ্জামান মিন্টু বলেন, ‘১৮ কাঠা জমিতে আমনের চারা রোপণ করেছি। আমার অনেক খেতেই পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকায় অনেক জমির ফসল নষ্ট করে দিচ্ছে। অনেক টাকার ওষুধ কিনে স্প্রে করেছি। এখন পোকার আক্রমণ থেকে রক্ষা পেলেই হয়।’

আরেক কৃষক হেলাল উদ্দিন বলেন, ‘আমনের খেতে সব সময়ই বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণের ভয় থাকে। এর থেকে বাঁচতে কৃষি কর্মকর্তাদের পরামর্শে কীটনাশক ব্যবহার করেছি। এবার পাতা মোড়ানো পোকার আক্রমণ বেশি। ধানের পাতা মুড়িয়ে এমন হচ্ছে, যেন খেতের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।

শুধু কৃষক মিন্টু ও হেলাল উদ্দিন নয়, আরও এলাকার অনেক কৃষকের খেতে পোকার আক্রমণ দেখা দিয়ে দিয়েছে। তারা বিষয়টি নিয়ে উদ্বেগে আছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ পরিসংখ্যান কর্মকর্তা এজিএম গোলাম মোস্তফা বলেন, আমরা পোকার আক্রমণের ধরন বুঝে কৃষকদের সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিয়ে আসছি। এ ছাড়াও আমরা মাঠে গিয়ে খোঁজ-খবর নিচ্ছি।’ নিয়মিত নিয়ম করে কীটনাশক প্রয়োগ করলে কৃষকে আমন ধান পোকার আক্রমণ থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত