Ajker Patrika

আখমাড়াই শুরু নর্থ বেঙ্গল সুগার মিলে

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ২১
আখমাড়াই শুরু নর্থ বেঙ্গল সুগার মিলে

নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ৮৯তম আখমাড়াই মৌসুম শুরু হয়েছে। গতকাল শুক্রবার মাড়াই মৌসুমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি আনছার আলী দুলাল, আখচাষি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার রায়, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি গোলাম কাউছার প্রমুখ।

মিলের এমডি মো. হুমায়ুন কবীর বলেন, চলতি মৌসুমে ১ লাখ ৯৪ হাজার ২৮৬ মেট্রিক টন আখমাড়াই করে ১২ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিল এলাকায় আখ চাষের পরিমাণ প্রায় ১৭ হাজার একর। পাওয়ার ক্রাশার মেশিনে আখমাড়াই বন্ধ এবং উন্নত জাতের আখ মিলে সরবরাহ করা হলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু বলেন, মিলটিকে লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, নর্থ বেঙ্গল চিনিকলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি স্থাপন প্রকল্প বাস্তবায়ন হলে সারা বছর উৎপাদন কার্যক্রম চালু থাকবে। এতে মিলের লোকসান থাকবে না, আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত