Ajker Patrika

বিএসএফের গুলিতে যুবক আহত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ৫৪
বিএসএফের গুলিতে যুবক আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোতালেব হোসেন। তিনি নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালারচর গ্রামের আব্দুল রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল ভোরে একদল গরু চোরাকারবারি কালারচর সীমান্তে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে মন্ত্রিরচর এলাকায় কাঁটাতারের কাছে যায়। এ সময় ভারতের ৪১-বিএসএফের আসাম রাজ্যের ধুবরী জেলার মসলাবাড়ী ক্যাম্পের টহলদল টের পেয়ে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এক রাউন্ড রাবার বুলেট মোতালেবের শরীরে বিদ্ধ হয়। পরে সহযোগীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপনে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়।

নারায়ণপুরের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘সীমান্তে গুলির ঘটনায় মোতালেব নামের একজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

সীমান্তে গুলি ঘটনাটি নিশ্চিত করেছে কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন নারায়ণপুর বিওপি।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, ‘বিষয়টি লোক মারফত জানা গেছে। তবে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে কোনো কিছু জানানো হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত