Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৪: ০৭
স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন

নরসিংদীর শিবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন ও সিসি ক্যামেরার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

উদ্বোধনের সময় জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ যেন সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে যেতে হবে, যেন জনগণ সহজেই চিকিৎসাসেবা পায়। হাসপাতালের দায়িত্ব রেখে প্রাইভেট ক্লিনিকে সেবা দেওয়া থেকে বিরত থাকতে হবে চিকিৎসকদের। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষাসহ অ্যাম্বুলেন্স-সেবার ক্ষেত্রে রোগীদের প্রতি সদয় থাকতে হবে। দালাল চক্র যেন রোগীদের হয়রানি না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারহানা আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত