Ajker Patrika

অভিনয়ে দীপার ২৫ বছর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অভিনয়ে সাফল্যের ২৫টি বছর পেরিয়ে এলেন দীপা খন্দকার। টিভি নাটকের এই হাসিমুখ মিডিয়ায় কাজ শুরু করেছিলেন বিজ্ঞাপন দিয়ে, ১৯৯৮ সালে। অভিনয় শুরু করেন পরের বছর। কাজী শাহিদুল ইসলামের রচনা ও পরিচালনায় ‘কাকতাড়ুয়া’ ধারাবাহিক নাটকের মাধ্যমে দীপার অভিনয়ে অভিষেক হয়। প্রথম কাজেই প্রশংসিত হয়েছিলেন তিনি।

এ ধারাবাহিকটি প্রচারের আগেই চাকরিজীবনে চলে যান দীপা খন্দকার। ১৯৯৯ সালের এপ্রিলে জিএমজি এয়ারলাইনসে বিমানবালা হিসেবে চাকরি শুরু করেন। একদিকে চাকরি, পাশাপাশি অভিনয়টাও চালিয়ে নিচ্ছিলেন। তবে অভিনয়ে ব্যস্ততা বাড়ায় বছর দুয়েক পর চাকরি ছেড়ে দেন দীপা। এর পরের অধ্যায়টি শুধুই অভিনয় নিয়ে পথচলার। বহু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে দীপা খন্দকার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

ক্যারিয়ারের এই দীর্ঘ সময়ে কখনো প্রচলিত স্রোতে গা ভাসিয়ে দেননি দীপা। মানসম্মত কাজেই সব সময় দেখা গেছে তাঁকে। ২০০৬ সালে অভিনেতা শাহেদ আলীকে বিয়ে করেন দীপা। তাঁদের ছিমছাম সংসারে এক ছেলে ও এক মেয়ে। অভিনয়ের পাশাপাশি দীপা শক্ত হাতে আগলে রেখেছেন সংসারও। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তিতে দীপা খন্দকার বলেন, ‘এক পলকে ২৫টি বছর চলে গেল। কত শত স্মৃতি আজ চোখের সামনে ভিড় করছে! আমার অভিনয়জীবনে সবচেয়ে কৃতজ্ঞ কাজী শাহিদুল ইসলাম ভাইয়ের কাছে। বলা যায়, তিনি আমাকে ধরে এনে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত করেছেন। অথচ অভিনয়ের দুনিয়া সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমার বড় খালা মুক্তিযোদ্ধা ফরিদা আক্তারের প্রতি কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা আমার বড় বোন রূপার প্রতি। কৃতজ্ঞতা আমার সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী, সাংবাদিক ও সর্বোপরি দর্শকের প্রতি। সবার সহযোগিতায়, অনুপ্রেরণায় আমি আজকের দীপা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত