Ajker Patrika

কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

হরিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২৮
Thumbnail image

হরিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা কৃষি দপ্তর বীজ ও সার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে হারুকান্দি ও ধুলশুড়া ইউনিয়নের ৮০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজসহ বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ কৃষকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত