Ajker Patrika

জবাব দিতে আসছেন তাঁরা

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৮: ৩৩
জবাব দিতে আসছেন তাঁরা

স্থূলকায় নারীদের নিয়ে নেতিবাচক মনোভাব দেখান সমাজের বেশির ভাগ মানুষ। এই তির্যক দৃষ্টিভঙ্গি থেকে পার পাননি সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশির মতো অভিনেত্রীও। বাড়তি ওজনের জন্য অনেক সিনেমা থেকেও বাদ পড়েছেন তাঁরা। হয়েছেন কটাক্ষের শিকার। এবার তাই উপযুক্ত জবাব দিতে আসছেন তাঁরা।

অভিনয় করেছেন এমন এক সিনেমায়, যা সামাজিক কিছু ধ্যানধারণাকে ফেলবে প্রশ্নের মুখে।দেখিয়ে দেবে, শরীরের ওজনের সঙ্গে যোগ্যতার কোনো বিরোধ নেই।

সিনেমার নাম রাখা হয়েছে ‘ডাবল এক্সএল’। স্থূলকায় দুই নারী নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে কী কী সমস্যায় পড়বে, তা নিয়েই এই সিনেমার কাহিনি। গল্পে হুমা কুরেশির ইচ্ছা ক্রীড়া উপস্থাপক হওয়ার। সে জন্য দিল্লি যেতে চায় সে। কিন্তু শরীরের ওজন বেশি হওয়ার কারণে বারবার ব্যর্থ হয়। অন্যদিকে সোনাক্ষী অভিনয় করেছে ফ্যাশন ডিজাইনারের চরিত্রে। প্রেমিকের প্রতারণায় শিকার হয়ে ভেঙে পড়ে সোনাক্ষী। ভাগ্যচক্রে দুজনের আলাপ হয়। তারপর একই সঙ্গে হাত ধরাধরি করে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যায় তারা।

সাধারণত কোনো গল্প-চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পর অভিনয়শিল্পী চূড়ান্ত করা হয়। তবে ডাবল এক্সএলের বেলায় ঘটেছে উল্টোটা। সোনাক্ষী ও হুমাকে চূড়ান্ত করার পরই লেখা হয়েছে সিনেমার গল্প। একদিন হুমার বাসায় একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন সোনাক্ষী, চিত্রনাট্যকার মুদাসসির আজিজ ও নির্মাতা সতরাম রোমানি। তাঁরা আলাপ করছিলেন স্থূলকায় নারীদের সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে।

তখনই পরিকল্পনা হয়, বিষয়টি নিয়ে সিনেমা হতে পারে। যেই কথা সেই কাজ। সোনাক্ষী ও হুমাকে মাথায় রেখে মাস দুয়েকের মধ্যে লেখা হয় চিত্রনাট্য। তারপর শুটিং, সম্পাদনার পর্ব পেরিয়ে সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ডাবল এক্সএল সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত