Ajker Patrika

বজ্রপাতের পর আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

লাকসাম প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৪
বজ্রপাতের পর আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

লাকসামে বজ্রপাতের পর আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। মারা গেছে ২টি গরু। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা ও ভাকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

অশ্বতলা গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা মোস্তফা কামাল বলেন, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। আগুনে আমির আলির ছেলে বাবুল, আবদুল মজিদ, লতিফা বেগম ও ছকিনা বেগমের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে।

আগুনে আবদুল মজিদের দুই ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জমানো নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা,২টি পাসপোর্ট ও মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আমরা রাত ৪টা ৫ মিনিটে খবর পায়। স্টেশন অফিসার ফয়েজ আহমদের নেতৃত্বে একটি দল ৪টা ১১ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাত ৩টায় বজ্রপাতে ভাকড্ডা গ্রামের কৃষক মমতাজ মিয়ার দুটি গরু মারা গেছে।

গতকাল মঙ্গলবার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান মো. ওমর ফারুক, ইউপি সদস্য সাইফুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত