Ajker Patrika

শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৯
শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার

বানিয়াচংয়ে চতুর্থ ধাপের ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন ২৬ ডিসেম্বর। তাই সর্বত্র বইছে নির্বাচনী আমেজ। নির্বাচন ঘিরে গ্রামের পাড়া-মহল্লার অলি-গলি, হাটে-বাজার ছেয়ে গেছে পোস্টারে।

বানিয়াচং উপজেলার সদরের চারটি ইউপিতে ঘুরে দেখা যায়, প্রার্থী ও তাঁদের কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে। উঠান বৈঠক করে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিটি ইউপিতে বিভিন্ন হাটবাজার, পাড়া-মহল্লার চায়ের দোকানে চলছে নির্বাচনী আলাপ। অলি-গলিতে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সবকিছু মিলিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনের আমেজ। উপজেলার ১৪ ইউপিতে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অপর দিকে স্বতন্ত্র প্রার্থীরাও আশাবাদী।

কয়েকজন তরুণ ভোটার জানান, নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। এ যেন এক উৎসবের আমেজ!

২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের ভোটার সাগর মিয়া বলেন, প্রচারের শেষ মুহূর্তে প্রার্থীরা দিন-রাত ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের বাড়িতে। নিচ্ছেন খোঁজখবর; করছেন কুশল বিনিময়।

এই ইউপির আওয়ামী লীগ মনোনীত সাবেক ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান বলেন, ‘আমি এ ইউনিয়নে অনেক উন্নয়ন করতে সক্ষম হয়েছিলাম। আমি আশাবাদী জনসাধারণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটের ব্যাপারে আমরা আশাবাদী।’

২৬ ডিসেম্বর বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ নম্বর ইউপিতে পরবর্তী ধাপে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত