মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার দাহমাসি জুট মিলে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে। জুটমিলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে মিলের বর্তমান কর্তৃপক্ষের অভিযোগ। এ সময় মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে অফিস ভাঙচুর করা হয়। এতে নিরাপত্তারক্ষীসহ অন্তত ১৩ আহত হয়েছেন। এদিকে হামলার পর মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হামলার হোতাসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
দাহমাসি জুট মিলের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবদুর রাজ্জাক জানান, গতকাল বেলা ১১টার দিকে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক অংশীদার মৃধা মনিরুজ্জামানের ছোট ভাই মৃধা বদিউজ্জামান বাবলুর নেতৃত্বে কয়েক শত লোক প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসে হামলা ও ভাঙচুর করে। এতে নিরাপত্তারক্ষীসহ ১৩ জন আহত হন ও বেশ ক্ষতিসাধন হয়েছে। হামলায় দুজন রক্ষী গুরুতর আহত হলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতেরা সবাই দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী বলেও জানান আবদুর রাজ্জাক।
স্থানীয় আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ‘পাটের পাওনাদার টাকা চাইতেই পারেন। শিল্প প্রতিষ্ঠান ভাঙচুর বা ক্ষতিসাধন প্রত্যাশিত নয়।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত মৃধা বদিউজ্জামান বাবলুসহ ১৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক অংশীদার মনিরজ্জামান মনির জানান, কয়েকজন পাট ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।
জানা যায়, মনিরুজ্জামান মনির ও নোমান চৌধুরী ‘দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ স্থাপন করেন। কিছুদিন ধরে লাভ–ক্ষতি হিসাব নিয়ে বনিবনা হচ্ছিল না। পরে মালিকানা নিয়ে চলতি বছরের জানুয়ারি হতে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে র্যাবের সদর দপ্তরে এক সমঝোতায় মিলটির মালিকানা নোমান চৌধুরী নিয়ে নেবেন ও মনিরুজ্জামানকে ৩ কোটি টাকা প্রদান করতে হবে এবং পাট সরবরাহকারীদের সব পাওনা নোমান চৌধুরীকে দিতে হবে–এমন সিদ্ধান্ত হয়। এরপর থেকেই চাপা বিরোধ চলছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম।
ফরিদপুরের মধুখালী উপজেলার দাহমাসি জুট মিলে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে। জুটমিলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে মিলের বর্তমান কর্তৃপক্ষের অভিযোগ। এ সময় মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে অফিস ভাঙচুর করা হয়। এতে নিরাপত্তারক্ষীসহ অন্তত ১৩ আহত হয়েছেন। এদিকে হামলার পর মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হামলার হোতাসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
দাহমাসি জুট মিলের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবদুর রাজ্জাক জানান, গতকাল বেলা ১১টার দিকে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক অংশীদার মৃধা মনিরুজ্জামানের ছোট ভাই মৃধা বদিউজ্জামান বাবলুর নেতৃত্বে কয়েক শত লোক প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসে হামলা ও ভাঙচুর করে। এতে নিরাপত্তারক্ষীসহ ১৩ জন আহত হন ও বেশ ক্ষতিসাধন হয়েছে। হামলায় দুজন রক্ষী গুরুতর আহত হলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতেরা সবাই দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী বলেও জানান আবদুর রাজ্জাক।
স্থানীয় আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ‘পাটের পাওনাদার টাকা চাইতেই পারেন। শিল্প প্রতিষ্ঠান ভাঙচুর বা ক্ষতিসাধন প্রত্যাশিত নয়।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত মৃধা বদিউজ্জামান বাবলুসহ ১৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক অংশীদার মনিরজ্জামান মনির জানান, কয়েকজন পাট ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।
জানা যায়, মনিরুজ্জামান মনির ও নোমান চৌধুরী ‘দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ স্থাপন করেন। কিছুদিন ধরে লাভ–ক্ষতি হিসাব নিয়ে বনিবনা হচ্ছিল না। পরে মালিকানা নিয়ে চলতি বছরের জানুয়ারি হতে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে র্যাবের সদর দপ্তরে এক সমঝোতায় মিলটির মালিকানা নোমান চৌধুরী নিয়ে নেবেন ও মনিরুজ্জামানকে ৩ কোটি টাকা প্রদান করতে হবে এবং পাট সরবরাহকারীদের সব পাওনা নোমান চৌধুরীকে দিতে হবে–এমন সিদ্ধান্ত হয়। এরপর থেকেই চাপা বিরোধ চলছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪