Ajker Patrika

জুট মিলে হামলা ও ভাঙচুর

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৬
জুট মিলে হামলা ও ভাঙচুর

ফরিদপুরের মধুখালী উপজেলার দাহমাসি জুট মিলে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে। জুটমিলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে মিলের বর্তমান কর্তৃপক্ষের অভিযোগ। এ সময় মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে অফিস ভাঙচুর করা হয়। এতে নিরাপত্তারক্ষীসহ অন্তত ১৩ আহত হয়েছেন। এদিকে হামলার পর মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হামলার হোতাসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

দাহমাসি জুট মিলের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবদুর রাজ্জাক জানান, গতকাল বেলা ১১টার দিকে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক অংশীদার মৃধা মনিরুজ্জামানের ছোট ভাই মৃধা বদিউজ্জামান বাবলুর নেতৃত্বে কয়েক শত লোক প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসে হামলা ও ভাঙচুর করে। এতে নিরাপত্তারক্ষীসহ ১৩ জন আহত হন ও বেশ ক্ষতিসাধন হয়েছে। হামলায় দুজন রক্ষী গুরুতর আহত হলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতেরা সবাই দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী বলেও জানান আবদুর রাজ্জাক।

স্থানীয় আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ‘পাটের পাওনাদার টাকা চাইতেই পারেন। শিল্প প্রতিষ্ঠান ভাঙচুর বা ক্ষতিসাধন প্রত্যাশিত নয়।’

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত মৃধা বদিউজ্জামান বাবলুসহ ১৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক অংশীদার মনিরজ্জামান মনির জানান, ‍কয়েকজন পাট ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

জানা যায়, মনিরুজ্জামান মনির ও নোমান চৌধুরী ‘দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ স্থাপন করেন। কিছুদিন ধরে লাভ–ক্ষতি হিসাব নিয়ে বনিবনা হচ্ছিল না। পরে মালিকানা নিয়ে চলতি বছরের জানুয়ারি হতে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে র‍্যাবের সদর দপ্তরে এক সমঝোতায় মিলটির মালিকানা নোমান চৌধুরী নিয়ে নেবেন ও মনিরুজ্জামানকে ৩ কোটি টাকা প্রদান করতে হবে এবং পাট সরবরাহকারীদের সব পাওনা নোমান চৌধুরীকে দিতে হবে–এমন সিদ্ধান্ত হয়। এরপর থেকেই চাপা বিরোধ চলছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত