Ajker Patrika

অনলাইন ব্যবসার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৫৬
অনলাইন ব্যবসার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপার হাদী মেম্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ অল্প সময়ে অধিক মুনাফা অর্জনের লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় অনলাইন ব্যবসার নামে প্রতারণা করে আসছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাদী উপজেলার হাটফাজিলপুর এলাকার বাসিন্দা। ‘অন প্যাসিভ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের লাখ টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করতেন তিনি। গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার করে টাকা নিয়ে মাসে ৮ হাজার টাকা দেওয়ার কথা বলতেন।

অন প্যাসিভের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে বাধ্য করেছেন হাদী। অথচ, তাঁর অনলাইন ব্যবসার বৈধ কাগজপত্র নেই । সরকারের কোনো সংস্থা থেকে অনুমতিও নেননি তিনি। শিগগিরই হাদি মেম্বরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকেরা।

নাম না প্রকাশের শর্তে এক গ্রাহক বলেন, ‘হাদির খপ্পরে পড়ে আমি এ ব্যবসায় নেমেছিলাম। এখন দেখছি ব্যবসার নামে প্রতারণা ছাড়া আর কিছুই না। কবে যে ইভ্যালির মতো অবস্থা হয় তাই ভাবছি।’

এ বিষয়ে হাদি মেম্বর বলেন, ‘এটি একটি লাভজনক ব্যবসা। ঝুঁকি থাকলেও এ ব্যবসায় বিনিয়োগ করলে অধিক লাভবান হওয়া যায়। আমরা গ্রাহক প্রতি ১০ হাজার টাকা করে নিচ্ছি। বর্তমান আমার প্রায় এক হাজার গ্রাহক আছেন।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি আমরা খতিয়ে দেখব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমা লিজা বলেন, ‘অনলাইন ব্যবসার নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আমার জানা নেই। কোনো ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এমন ব্যবসা করতে পারেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত