Ajker Patrika

বানিয়াচংয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
বানিয়াচংয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বানিয়াচংয় উপজেলায় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। গত সোমবার বেলা ১১টা থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে মক্রমপুর ইউনিয়নের পুরাণ পাথারিয়া গ্রাম থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার ওই গ্রামে অভিযান চালিয়ে টেটা, ফিকল, রামদা, ঢালসহ একাধিক দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আজকের পত্রিকাকে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত