নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মতিঝিলে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রধান কার্যালয়ে হামলাকারীদের খুঁজছে পুলিশ। দুই দিনের টানা অভিযানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করতে পারলেও হামলাকারীরা পালাতে পারবেন না জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
গত শনিবার রাতে সশস্ত্র দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে কর্মচারীদের মারধর, ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে আসামি করে সে রাতেই মতিঝিল থানায় মামলা করেন সমিতির পরিচালক সিরাজুল হক। তিনি অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার জেরে ছারোয়ার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালান। এতে দারোয়ান রাশেদ, হিসাবরক্ষক মতিন স্বপন, চালক রুবেল, পত্রিকা সরবরাহকারী মেহেদী হাসান, পত্রিকা সংগ্রহকারী নুরন্নবী, ওহিদুল্লাহসহ প্রায় ১০ কর্মচারী-কর্মকর্তা আহত হন।
মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘কিছু বহিরাগত ব্যক্তি অফিস দখল করতে এই হামলা চালান। আমাদের নিরাপত্তায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারী ও বিশৃঙ্খলাকারীদের হাত থেকে নিজেদের রক্ষার দাবি জানিয়েছে সংবাদপত্র বিপণনে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বাংলাদেশ সংবাদপত্রশিল্প কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েছে।
মতিঝিলে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রধান কার্যালয়ে হামলাকারীদের খুঁজছে পুলিশ। দুই দিনের টানা অভিযানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করতে পারলেও হামলাকারীরা পালাতে পারবেন না জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
গত শনিবার রাতে সশস্ত্র দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে কর্মচারীদের মারধর, ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে আসামি করে সে রাতেই মতিঝিল থানায় মামলা করেন সমিতির পরিচালক সিরাজুল হক। তিনি অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার জেরে ছারোয়ার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালান। এতে দারোয়ান রাশেদ, হিসাবরক্ষক মতিন স্বপন, চালক রুবেল, পত্রিকা সরবরাহকারী মেহেদী হাসান, পত্রিকা সংগ্রহকারী নুরন্নবী, ওহিদুল্লাহসহ প্রায় ১০ কর্মচারী-কর্মকর্তা আহত হন।
মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘কিছু বহিরাগত ব্যক্তি অফিস দখল করতে এই হামলা চালান। আমাদের নিরাপত্তায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারী ও বিশৃঙ্খলাকারীদের হাত থেকে নিজেদের রক্ষার দাবি জানিয়েছে সংবাদপত্র বিপণনে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বাংলাদেশ সংবাদপত্রশিল্প কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েছে।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১২ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫