Ajker Patrika

প্রতীক বরাদ্দের পরই পিটিয়ে জখম

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৯
প্রতীক বরাদ্দের পরই পিটিয়ে জখম

প্রতীক পাওয়ার প্রথম দিনেই প্রতিপক্ষের এক সমর্থককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান চঞ্চলের সমর্থকদের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডামোশ গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বেলগাছী ইউনিয়নের ডামোশ গ্রামের মৃত আসার আলীর ছেলে মো. জামাল উদ্দিন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. আমিরুল ইসলাম মন্টুর সমর্থক। শুক্রবার আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে চঞ্চলের লোকজন তাঁর ওপর হামলা চালান। রড দিয়ে পিটিয়ে তাঁকে জখম করা হয়। আহত জামাল বলেন, চেয়ারম্যান প্রার্থী চঞ্চলের সমর্থক আবদার আলীর ছেলে খোকন আলী, নজরুল খন্দকারের ছেলে ফারুক হোসেন, আব্দুল মজিদের ছেলে বাবু ও তাঁদের সহযোগী ৮/১০ জন মিলে রড দিয়ে আমাকে বেদম পেটান। পরে স্থানীয়রা উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিরুল ইসলাম মন্টু (মোটরবাইক প্রতীক) বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সমর্থক জামাল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি আইনি পদক্ষেপ নেব।

অন্যদিকে বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী চঞ্চল বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত