তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
চারপাশে মিষ্টি সুবাস ছড়াচ্ছে গাছভর্তি আমের মুকুল। দেখে যেন সবারই মন জুড়িয়ে যায়। সাতক্ষীরার তালা উপজেলায় এমন দৃশ্যের দেখা মিলছে। গাছভরা দৃষ্টিনন্দন মুকুল জানান দিচ্ছে ভালো ফলনের।
উপজেলার আমগাছগুলোতে এবার প্রচুর মুকুল এসেছে। আর কিছুদিন পর গাছ ভরা এসব মুকুল পরিণত হবে গুটি আমে। এরপর মধুমাসে এসব গুটি আম রূপ নিবে পরিপক্ব আমে। তাই এ বছর আম চাষে একটু বাড়তি লাভের স্বপ্ন দেখছে এ উপজেলার চাষিরা।
উপজেলার কয়েকটি আমবাগান ঘুরে দেখা গেছে, চাষিরা তাদের বাগানগুলোর বাড়তি পরিচর্যা করছেন। পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে স্থানীয় কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ওষুধও স্প্রে করছেন তাঁরা। এ বছরে প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি না হলে আমের বাম্পার ফলনের আশা করছে এখানকার বাগান মালিকেরা।
হরিশ্চন্দ্রকাটি গ্রামের কৃষক লক্ষন ঘোষ জানান, দিন বিশেক আগে তার বাগানের আম গাছগুলোতে মুকুল আসা শুরু করে। ১০ বিঘা জমির বাগানে প্রতিটি গাছ আমের মুকুলে ছেয়ে গেছে। চলতি মৌসুমে যদি আবহাওয়া ভালো থাকে, আমের ফলন ভালো হবে। লাভের পরিমাণও অন্যান্য বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছেন এই কৃষক।
কলিয়া গ্রামের আব্দুল আজিজ প্রতি বছর বাগান লিজ নিয়ে আম চাষ করেন। এবারও তিনি আমের বাগান লিজ নিয়েছেন। তিনি জানান, গাছে মুকুল আসার পরপরই বাগানের প্রতিটি গাছে পরিচর্যা শুরু করেছেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীর কাছে আম বিক্রি করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, দু’সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এই অঞ্চলের আম খুবই সুস্বাদু। এ বছর ৭ ’শ ৫০ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চারপাশে মিষ্টি সুবাস ছড়াচ্ছে গাছভর্তি আমের মুকুল। দেখে যেন সবারই মন জুড়িয়ে যায়। সাতক্ষীরার তালা উপজেলায় এমন দৃশ্যের দেখা মিলছে। গাছভরা দৃষ্টিনন্দন মুকুল জানান দিচ্ছে ভালো ফলনের।
উপজেলার আমগাছগুলোতে এবার প্রচুর মুকুল এসেছে। আর কিছুদিন পর গাছ ভরা এসব মুকুল পরিণত হবে গুটি আমে। এরপর মধুমাসে এসব গুটি আম রূপ নিবে পরিপক্ব আমে। তাই এ বছর আম চাষে একটু বাড়তি লাভের স্বপ্ন দেখছে এ উপজেলার চাষিরা।
উপজেলার কয়েকটি আমবাগান ঘুরে দেখা গেছে, চাষিরা তাদের বাগানগুলোর বাড়তি পরিচর্যা করছেন। পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে স্থানীয় কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ওষুধও স্প্রে করছেন তাঁরা। এ বছরে প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি না হলে আমের বাম্পার ফলনের আশা করছে এখানকার বাগান মালিকেরা।
হরিশ্চন্দ্রকাটি গ্রামের কৃষক লক্ষন ঘোষ জানান, দিন বিশেক আগে তার বাগানের আম গাছগুলোতে মুকুল আসা শুরু করে। ১০ বিঘা জমির বাগানে প্রতিটি গাছ আমের মুকুলে ছেয়ে গেছে। চলতি মৌসুমে যদি আবহাওয়া ভালো থাকে, আমের ফলন ভালো হবে। লাভের পরিমাণও অন্যান্য বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছেন এই কৃষক।
কলিয়া গ্রামের আব্দুল আজিজ প্রতি বছর বাগান লিজ নিয়ে আম চাষ করেন। এবারও তিনি আমের বাগান লিজ নিয়েছেন। তিনি জানান, গাছে মুকুল আসার পরপরই বাগানের প্রতিটি গাছে পরিচর্যা শুরু করেছেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীর কাছে আম বিক্রি করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, দু’সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এই অঞ্চলের আম খুবই সুস্বাদু। এ বছর ৭ ’শ ৫০ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪