Ajker Patrika

খাদ্যসহায়তা পেল সান্দার সম্প্রদায়

হরিরামপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০১
খাদ্যসহায়তা পেল সান্দার সম্প্রদায়

হরিরামপুরের ঝিটকা হাট বাসুদেবপুর এলাকার সান্দার সম্প্রদায়ের ৬২টি পরিবার ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর দিক নির্দেশনায় আকিজ গ্রুপ ত্রাণ সহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মানিকগঞ্জ জেলার সদস্যসচিব মামুন চৌধুরী।

মামুন চৌধুরী বলেন, ‘আকিজ গ্রুপ মাস খানিক আগে বর্ষায় শুকনো খাবার হিসেবে প্রায় ১০ মন বিস্কুট দিয়েছিল সান্দার সম্প্রদায়কে। সেই ধারাবাহিকতায় আপত্কালীন খাদ্য সহায়তা হিসেবে ৬২ ব্যাগ খাদ্যসামগ্রী পাঠিয়েছিল। আকিজ গ্রুপের কর্মকর্তা মহসিন এসব সামগ্রী আমার কাছে পৌঁছে দেন। আমি নিজেই বণ্টন করি। আকিজ গ্রুপ এই দরিদ্র পল্লীতে গৃহায়ণ এবং শিক্ষাসহ আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করবে। শিগগিরই সেসব প্রকল্পের কাজ শুরু হবে।’

সান্দার সম্প্রদায়ের প্রতিনিধি শরিফ হোসেন দুর্জয় বলেন, ‘আমরা ৬২টি পরিবার খাদ্যসামগ্রী পেয়েছি। আকিজ গ্রুপ এ সহায়তা দিয়েছেন। আমাদের সান্দার সম্প্রদায়ের অনেকে ভালো নেই। করোনার কারণে অনেকের আয় নেই। এ খাদ্য সহায়তায় অনেকে উপকৃত হলো।’ তিনি বলেন, ডিআইজি হাবিব স্যার, এডিশনাল এসপি রাসেল স্যার আমাদের কবরস্থান করে দিয়েছেন। স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত