Ajker Patrika

চাঁদার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
চাঁদার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ ৩ জনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে শৈলকুপার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ শৈলকুপা থানার উপপরিদর্শক আমির হোসেন জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় শৈলকুপা শহরের কবিরপুর মোড়ে ফিরোজ গার্মেন্টসে সীমান্ত ও আকাশ নামের দুজন যুবক প্রায় দশ হাজার টাকার কাপড় নিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানায়। আবুল কালাম পাঠিয়েছে বলে দোকানদারকে ধমক দিয়ে কাপড়ের ব্যাগ নিয়ে যায়।

কিছুক্ষণ পরে দোকানদার কালামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বেশি বাড়াবাড়ি করলে সমস্যা আছে বলে হুমকি দেন। এমনকি তাঁর কাছে উল্টো আরও টাকা চাঁদা দাবি করেন।

পরে বুধবার সকালে ইউনুচ আলী বাদী হয়ে কালামসহ ৩ জনের নাম উল্লেখ করে শৈলকুপা থানায় ২ লাখ টাকা চাঁদাবাজি মামলা করেন। মামলার কিছুক্ষণ পর পুলিশ তাঁদের তিনজনকে শৈলকুপার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত