চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে আদর্শ উচ্চবিদ্যালয় এবং খাষকাউলিয়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনেই চলছে পাঠদান।
সকাল সাড়ে ৯টা। চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রবেশমুখে সহকারী প্রধান শিক্ষক মো. রাশিদুল হাসানের হাতে তাপমাত্রা মাপার যন্ত্র। সঙ্গে আছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। বিদ্যালয়ে প্রবেশের সময় সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করছেন তিনি। এরপরই ভেতরে প্রবেশ করানো হচ্ছে তাদের।
বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে দেখা গেল, শ্রেণিকক্ষেও তিন ফুট দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের পাঠদান করানো হচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ দিচ্ছেন শিক্ষকেরা।
দশম শ্রেণির ছাত্রী নাহিদা জান্নাত যূথি বলে, ‘দীর্ঘ প্রায় ১৮ মাস পর স্কুল খুলেছে। প্রতিদিনই স্কুলে আসছি। আমি খুবই খুশি, কারণ বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে সরাসরি স্যারদের ক্লাসে অংশগ্রহণ করতে পারছি।’
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা জানায়, ‘আমরা নবম শ্রেণিতে ওঠার পরপরই করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ক্লাস করতে না পারায় হতাশ হয়ে পড়েছিলাম। অনেক দিন পর সরাসরি ক্লাস করতে পেরে আমরা খুব উৎফুল্ল।’
আদর্শ উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. রাশিদুল হাসান বলেন, ‘সরকারি নির্দেশনায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খোলার পর থেকে পাঠদান কার্যক্রম পরিচালনা করছি। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার পরামর্শ দিচ্ছি।’
সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন বলেন, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ জানান, চৌহালীতে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রথম দিন থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়গুলো পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা মনিটরিং করছি।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন প্রাং বলেন, ‘বর্তমানে নতুন ও পুরাতন টেনের প্রতিদিন এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি সপ্তাহে এক দিন ক্লাস পরিচালিত হচ্ছে। আশা করছি, করোনা পরিস্থিতির উন্নতি হলে পূর্ণাঙ্গ ক্লাস পরিচালিত হবে।’
সিরাজগঞ্জের চৌহালীতে আদর্শ উচ্চবিদ্যালয় এবং খাষকাউলিয়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনেই চলছে পাঠদান।
সকাল সাড়ে ৯টা। চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রবেশমুখে সহকারী প্রধান শিক্ষক মো. রাশিদুল হাসানের হাতে তাপমাত্রা মাপার যন্ত্র। সঙ্গে আছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। বিদ্যালয়ে প্রবেশের সময় সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করছেন তিনি। এরপরই ভেতরে প্রবেশ করানো হচ্ছে তাদের।
বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে দেখা গেল, শ্রেণিকক্ষেও তিন ফুট দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের পাঠদান করানো হচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ দিচ্ছেন শিক্ষকেরা।
দশম শ্রেণির ছাত্রী নাহিদা জান্নাত যূথি বলে, ‘দীর্ঘ প্রায় ১৮ মাস পর স্কুল খুলেছে। প্রতিদিনই স্কুলে আসছি। আমি খুবই খুশি, কারণ বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে সরাসরি স্যারদের ক্লাসে অংশগ্রহণ করতে পারছি।’
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা জানায়, ‘আমরা নবম শ্রেণিতে ওঠার পরপরই করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ক্লাস করতে না পারায় হতাশ হয়ে পড়েছিলাম। অনেক দিন পর সরাসরি ক্লাস করতে পেরে আমরা খুব উৎফুল্ল।’
আদর্শ উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. রাশিদুল হাসান বলেন, ‘সরকারি নির্দেশনায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খোলার পর থেকে পাঠদান কার্যক্রম পরিচালনা করছি। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার পরামর্শ দিচ্ছি।’
সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন বলেন, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ জানান, চৌহালীতে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রথম দিন থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়গুলো পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা মনিটরিং করছি।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন প্রাং বলেন, ‘বর্তমানে নতুন ও পুরাতন টেনের প্রতিদিন এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি সপ্তাহে এক দিন ক্লাস পরিচালিত হচ্ছে। আশা করছি, করোনা পরিস্থিতির উন্নতি হলে পূর্ণাঙ্গ ক্লাস পরিচালিত হবে।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৩ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫