শেরপুর ও শ্রীবরদী প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। গত মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কলাকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের খরিয়া গ্রামের মো. আবু তালেবের ছেলে মো. ইসমাইল (১৭) ও মো. সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল মিয়া (১৭)।
আহতদের মধ্যে রয়েছে একই এলাকার মো. সাগর (২০), মো. মামুন (১৮), মো. লোকমান (১৭), মো. আরিফ (১৬), মো. রাশেদ আলী (১৭), মো. হাফিজুর (১৮) ও মো. সাকিল (২২)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও দুইজন শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে এবং মো. জুয়েল মিয়া (১৪) নামে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনই এই বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। এদিকে এ ঘটনায় নিহত ইসমাইলের বড় ভাই মো. ইউনুস আলী বাদী হয়ে ট্রলি চালক মো. জুয়েল মিয়াকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখনো গ্রেপ্তার হয়নি ঘাতক ট্রলির চালক। এদিকে বুধবার বিকেলে খরিয়া এলাকায় নিহত ইসমাইল ও সাইদুলের জানাজা শেষে কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
পুলিশ ও হতাহতদের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে পিকআপ ভ্যানযোগে শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের খরিয়া গ্রামের প্রায় ৩০ জন কিশোর ও তরুণ পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে বনভোজনে যায়। বনভোজন থেকে সন্ধ্যায় এলাকায় ফিরে ভাড়ায় আনা সাউন্ড বক্স ফেরত দিতে পিকআপভ্যানে করে শ্রীবরদী বাজারে যায় ১৪ জন কিশোর। সেখানে সাউন্ড বক্স নামিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে কলাকান্দা ব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা দুজন লাফ দিয়ে নেমে গেলেও বাকিরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১০ জনকে গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো করে চিকিৎসকেরা। সেখানে ইসমাইল ও সাইদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন আহমেদ জানান, ১০ জনের মধ্যে দুইজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মো. লোকমান ও মো. রাশেদ আলী জানায়, আমরা গজনী থেকে বনভোজন শেষে শ্রীবরদী বাজারে সাউন্ড বক্স ফেরত দিয়ে ওই ট্রলিটি দিয়ে বাড়ি যাচ্ছিলাম। ট্রলিচালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। তাকে আস্তে চালাতে বলার পরও সে শুনে নাই। পরে কলাকান্দা ব্রিজের কাছে মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে। এরপর আর কিছু মনে নাই।
নিহত ইসমাইলের ভাই ইউনুস আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতো। বনভোজনে আনন্দ ফুর্তি করতে গিয়ে যে আমার ভাই এভাবে প্রাণ হারাবে, তা জীবনেও ভাবি নাই।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতদের লাশের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
শেরপুরের শ্রীবরদীতে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। গত মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কলাকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের খরিয়া গ্রামের মো. আবু তালেবের ছেলে মো. ইসমাইল (১৭) ও মো. সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল মিয়া (১৭)।
আহতদের মধ্যে রয়েছে একই এলাকার মো. সাগর (২০), মো. মামুন (১৮), মো. লোকমান (১৭), মো. আরিফ (১৬), মো. রাশেদ আলী (১৭), মো. হাফিজুর (১৮) ও মো. সাকিল (২২)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও দুইজন শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে এবং মো. জুয়েল মিয়া (১৪) নামে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনই এই বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। এদিকে এ ঘটনায় নিহত ইসমাইলের বড় ভাই মো. ইউনুস আলী বাদী হয়ে ট্রলি চালক মো. জুয়েল মিয়াকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখনো গ্রেপ্তার হয়নি ঘাতক ট্রলির চালক। এদিকে বুধবার বিকেলে খরিয়া এলাকায় নিহত ইসমাইল ও সাইদুলের জানাজা শেষে কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
পুলিশ ও হতাহতদের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে পিকআপ ভ্যানযোগে শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের খরিয়া গ্রামের প্রায় ৩০ জন কিশোর ও তরুণ পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে বনভোজনে যায়। বনভোজন থেকে সন্ধ্যায় এলাকায় ফিরে ভাড়ায় আনা সাউন্ড বক্স ফেরত দিতে পিকআপভ্যানে করে শ্রীবরদী বাজারে যায় ১৪ জন কিশোর। সেখানে সাউন্ড বক্স নামিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে কলাকান্দা ব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা দুজন লাফ দিয়ে নেমে গেলেও বাকিরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১০ জনকে গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো করে চিকিৎসকেরা। সেখানে ইসমাইল ও সাইদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন আহমেদ জানান, ১০ জনের মধ্যে দুইজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মো. লোকমান ও মো. রাশেদ আলী জানায়, আমরা গজনী থেকে বনভোজন শেষে শ্রীবরদী বাজারে সাউন্ড বক্স ফেরত দিয়ে ওই ট্রলিটি দিয়ে বাড়ি যাচ্ছিলাম। ট্রলিচালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। তাকে আস্তে চালাতে বলার পরও সে শুনে নাই। পরে কলাকান্দা ব্রিজের কাছে মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে। এরপর আর কিছু মনে নাই।
নিহত ইসমাইলের ভাই ইউনুস আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতো। বনভোজনে আনন্দ ফুর্তি করতে গিয়ে যে আমার ভাই এভাবে প্রাণ হারাবে, তা জীবনেও ভাবি নাই।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, নিহতদের লাশের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪