Ajker Patrika

চার মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬: ১৬
চার মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ও বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পৃথক দুই স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাঁরা হলেন-চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক (২১), মাধবপুর উপজেলার শাহজিবাজার মানিকপুর গ্রামের গোপাল রায়ের ছেলে অজয় রায়, উপজেলার তেলিয়াপাড়া বাজারের শাহজাহান ডাক্তারের ছেলে তারেকুল ইসলাম (২৫) ও বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেকার আহমেদ (২২)।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের তিনবাংলা নামক স্থানে মোজাম্মেল ও অজয় রায়ের দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোজাম্মেল হক মারা যান। গুরুতর আহত অবস্থায় অজয় রায়কে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সড়কের সুরমা ব্রিজে তারেক ও ইফতেকারের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইফতেকার আহম্মেদ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় তারেককে মাধবপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত