Ajker Patrika

হিলির বাজারে নতুন আলু ১২০ টাকা

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ১৫
Thumbnail image

দিনাজপুরের হিলিসহ আশপাশের বাজারে মৌসুমের আগেই উঠতে শুরু করেছে নতুন আলু, তবে দাম কিছুটা বেশি। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। নতুন হিসেবে কেউ নিলেও অনেকে দাম বেশির কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও নিতে পারছেন না।

গত বৃহস্পতিবার হিলির কাঁচাবাজারে বিভিন্ন দোকানে নতুন আলু দেখা গেছে। তবে এখনো পুরোপুরি মৌসুম শুরু না হওয়ায় আলুর আকার খুব একটা বড় বা পুরো হয়নি। ভালো দামের আশায় কৃষক আগেই আলু তুলে বাজারে বিক্রি শুরু করেছেন।

বাজারে নতুন আলুর ক্রেতা রমিজ আলী বলেন, ‘মৌসুমের নতুন আলু তাই স্বাদ গ্রহণের জন্য আলু নেওয়া। সে কারণে আজকে নতুন আলু বাজারে দেখেই নিলাম। তবে দামটা একটু বেশি হওয়ার কারণে ৬০ টাকায় হাফ কেজি আলু কিনলাম। দাম যদি কম হতো তাহলে সবাই নতুন আলুর স্বাদ গ্রহণ করতে পারত।’

বাজারের কাঁচা সবজি বিক্রেতা ইলিয়াস হোসেন বলেন, ‘এখনো বাজারে পুরোনো আলুর যথেষ্ট সরবরাহ রয়েছে, যা ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণত জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও পার্শ্ববর্তী বিরামপুর অঞ্চলে প্রচুর আলুর আবাদ হয়। তবে এখনো ওইসব অঞ্চলে নতুন আলু ওঠা শুরু হয়নি, আর অল্প কিছুদিনের মধ্যে এসব অঞ্চলে আলু ওঠা শুরু হবে। নতুন আলু বাজারে সরবরাহ বাড়লে দাম কমে আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত