Ajker Patrika

বাগেরহাটে যুবককে সুঁই খাওয়ানোর অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৩
বাগেরহাটে যুবককে সুঁই খাওয়ানোর অভিযোগ

বাগেরহাটের কচুয়ায় পূর্বশত্রুতার জেরে ফেরদাউস শেখ (১৮) নামে এক যুবককে কলার সঙ্গে সুই খাওয়ানোর অভিযোগ উঠেছে। খাদ্যনালিতে সুই নিয়ে ২২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই যুবক। এই অবস্থায় হতদরিদ্র পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ফেরদাউসের চাচাতো ভাই নিজাম শেখ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ফেরদাউস শেখ উপজেলার সোনাকুড় গ্রামের জামাল শেখের ছেলে।

নিজাম শেখ বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১৭ নভেম্বর সন্ধ্যায় তাঁর চাচা জামাল শেখের ছেলে ফেরদাউস শেখকে রাস্তা থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে প্রতিবেশী এশারাত শেখ, বাদশা শেখ, মোস্তফা শেখ ও হাবিব শেখ। একপর্যায়ে পাকা কলার ভেতরে সুই ঢুকিয়ে জোরপূর্বক ফেরদাউসকে খাওয়ানো হয়। পরে ফেরদাউসের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাঁরা ফেরদাউসকে ছেড়ে দেয়।

অসুস্থ অবস্থায় ফেরদাউসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। খুলনার একটি হাসপাতালে ৮ ডিসেম্বর ফেরদাউসের অপারেশন করানো হয়। এখনো তিনি সুস্থ হয়নি। চিকিৎসকেরা বলেছেন, তিন মাস পরে আবারও একটি অপারেশন করা লাগবে।

ফেরদাউসের আরেক চাচাতো ভাই ইব্রাহিম শেখ বলেন, খুব কষ্ট করে ভাইয়ের চিকিৎসা করাচ্ছেন। তাই আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে রয়েছেন। গত বুধবার মারধরকারীদের লোকজন ফেরদাউসকে দেখতে হাসপাতালে এসেছিলেন। চিকিৎসার জন্য তাঁরা কিছু টাকাও দিয়েছেন। সুই বের করার জন্য অপারেশন করা হয়েছে। তারপরেও তাঁর ভাই সুস্থ হননি। আবারও অপারেশন লাগবে, বাঁচবে কি না জানেন না। তাঁর ভাইকে মারধরকারীদের বিচার চান তিনি।

এশারাত শেখ বলেন, ফেরদাউস শেখদের সঙ্গে তাঁদের জমি সংক্রান্ত শত্রুতা রয়েছে। তবে সুই খাওয়ানোর ঘটনায় তাঁরা জড়িত না। চিকিৎসার ব্যয় বহনের জন্য টাকা দেওয়ার বিষয় জানতে চাইলে ফোন কেটে দেন তিনি। পরে আর ফোন রিসিভ করেননি এশারাত শেখ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ফেরদাউসের পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত