বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় পূর্বশত্রুতার জেরে ফেরদাউস শেখ (১৮) নামে এক যুবককে কলার সঙ্গে সুই খাওয়ানোর অভিযোগ উঠেছে। খাদ্যনালিতে সুই নিয়ে ২২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই যুবক। এই অবস্থায় হতদরিদ্র পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ফেরদাউসের চাচাতো ভাই নিজাম শেখ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ফেরদাউস শেখ উপজেলার সোনাকুড় গ্রামের জামাল শেখের ছেলে।
নিজাম শেখ বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১৭ নভেম্বর সন্ধ্যায় তাঁর চাচা জামাল শেখের ছেলে ফেরদাউস শেখকে রাস্তা থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে প্রতিবেশী এশারাত শেখ, বাদশা শেখ, মোস্তফা শেখ ও হাবিব শেখ। একপর্যায়ে পাকা কলার ভেতরে সুই ঢুকিয়ে জোরপূর্বক ফেরদাউসকে খাওয়ানো হয়। পরে ফেরদাউসের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাঁরা ফেরদাউসকে ছেড়ে দেয়।
অসুস্থ অবস্থায় ফেরদাউসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। খুলনার একটি হাসপাতালে ৮ ডিসেম্বর ফেরদাউসের অপারেশন করানো হয়। এখনো তিনি সুস্থ হয়নি। চিকিৎসকেরা বলেছেন, তিন মাস পরে আবারও একটি অপারেশন করা লাগবে।
ফেরদাউসের আরেক চাচাতো ভাই ইব্রাহিম শেখ বলেন, খুব কষ্ট করে ভাইয়ের চিকিৎসা করাচ্ছেন। তাই আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে রয়েছেন। গত বুধবার মারধরকারীদের লোকজন ফেরদাউসকে দেখতে হাসপাতালে এসেছিলেন। চিকিৎসার জন্য তাঁরা কিছু টাকাও দিয়েছেন। সুই বের করার জন্য অপারেশন করা হয়েছে। তারপরেও তাঁর ভাই সুস্থ হননি। আবারও অপারেশন লাগবে, বাঁচবে কি না জানেন না। তাঁর ভাইকে মারধরকারীদের বিচার চান তিনি।
এশারাত শেখ বলেন, ফেরদাউস শেখদের সঙ্গে তাঁদের জমি সংক্রান্ত শত্রুতা রয়েছে। তবে সুই খাওয়ানোর ঘটনায় তাঁরা জড়িত না। চিকিৎসার ব্যয় বহনের জন্য টাকা দেওয়ার বিষয় জানতে চাইলে ফোন কেটে দেন তিনি। পরে আর ফোন রিসিভ করেননি এশারাত শেখ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ফেরদাউসের পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের কচুয়ায় পূর্বশত্রুতার জেরে ফেরদাউস শেখ (১৮) নামে এক যুবককে কলার সঙ্গে সুই খাওয়ানোর অভিযোগ উঠেছে। খাদ্যনালিতে সুই নিয়ে ২২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই যুবক। এই অবস্থায় হতদরিদ্র পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ফেরদাউসের চাচাতো ভাই নিজাম শেখ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ফেরদাউস শেখ উপজেলার সোনাকুড় গ্রামের জামাল শেখের ছেলে।
নিজাম শেখ বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১৭ নভেম্বর সন্ধ্যায় তাঁর চাচা জামাল শেখের ছেলে ফেরদাউস শেখকে রাস্তা থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে প্রতিবেশী এশারাত শেখ, বাদশা শেখ, মোস্তফা শেখ ও হাবিব শেখ। একপর্যায়ে পাকা কলার ভেতরে সুই ঢুকিয়ে জোরপূর্বক ফেরদাউসকে খাওয়ানো হয়। পরে ফেরদাউসের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাঁরা ফেরদাউসকে ছেড়ে দেয়।
অসুস্থ অবস্থায় ফেরদাউসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। খুলনার একটি হাসপাতালে ৮ ডিসেম্বর ফেরদাউসের অপারেশন করানো হয়। এখনো তিনি সুস্থ হয়নি। চিকিৎসকেরা বলেছেন, তিন মাস পরে আবারও একটি অপারেশন করা লাগবে।
ফেরদাউসের আরেক চাচাতো ভাই ইব্রাহিম শেখ বলেন, খুব কষ্ট করে ভাইয়ের চিকিৎসা করাচ্ছেন। তাই আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে রয়েছেন। গত বুধবার মারধরকারীদের লোকজন ফেরদাউসকে দেখতে হাসপাতালে এসেছিলেন। চিকিৎসার জন্য তাঁরা কিছু টাকাও দিয়েছেন। সুই বের করার জন্য অপারেশন করা হয়েছে। তারপরেও তাঁর ভাই সুস্থ হননি। আবারও অপারেশন লাগবে, বাঁচবে কি না জানেন না। তাঁর ভাইকে মারধরকারীদের বিচার চান তিনি।
এশারাত শেখ বলেন, ফেরদাউস শেখদের সঙ্গে তাঁদের জমি সংক্রান্ত শত্রুতা রয়েছে। তবে সুই খাওয়ানোর ঘটনায় তাঁরা জড়িত না। চিকিৎসার ব্যয় বহনের জন্য টাকা দেওয়ার বিষয় জানতে চাইলে ফোন কেটে দেন তিনি। পরে আর ফোন রিসিভ করেননি এশারাত শেখ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ফেরদাউসের পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪