Ajker Patrika

নাগিন হবেন শ্রদ্ধা কাপুর

আপডেট : ০৬ জুন ২০২২, ১৬: ৩২
নাগিন হবেন শ্রদ্ধা কাপুর

‘নাগিন’ আর ‘নিগাহেঁ’ সিনেমায় নাগিনরূপে অভিনয় করেছিলেন শ্রীদেবী। বছর দুই আগে শ্রদ্ধার কাছে দুটি সিনেমার রিমেকের প্রস্তাব যায়। তখন রাজি হননি শ্রদ্ধা। জানিয়েছিলেন, শ্রীদেবীকে নিজের আদর্শ হিসেবে মানেন। তাই তাঁর অভিনীত চরিত্রে অভিনয় করার মতো চ্যালেঞ্জ নিতে চাইছেন না।

শ্রদ্ধা এবার জানালেন, নাগিন চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে তা শ্রীদেবী অভিনীত সিনেমার সিক্যুয়েল নয়। নতুনভাবে তৈরি হয়েছে সিনেমার গল্প। পরিচালক বিশাল ফুরিয়াও নিশ্চিত করেছেন এ তথ্য। ভারতীয় লোককথার ওপর ভিত্তি করে গল্প লেখা হয়েছে। বড় বাজেটের এই সিনেমার শুটিং শুরু হবে আগামী মাস থেকে।

শ্রদ্ধা এখন অভিনয় করছেন লাভ রঞ্জনের একটি সিনেমায়। এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন। মুম্বাইয়ে চলছে সিনেমাটির শুটিং। আগামী সপ্তাহে গানের শুটিং শুরু হবে স্পেনে। নিজের এই সিনেমা নিয়ে শক্তি কাপুরকন্যা শ্রদ্ধা বলেন, ‘লাভ রঞ্জন আর রণবীরের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। নাম চূড়ান্ত না হলেও এটা নিশ্চিত করে বলতে পারি, দারুণ মজার এক সিনেমা হচ্ছে।’

‘চালবাজ ইন লন্ডন’ সিনেমায়ও কাজ করার কথা শ্রদ্ধার। শোনা যাচ্ছে, আপাতত স্থগিত হয়েছে এই প্রজেক্ট। সেই অবকাশেই শ্রদ্ধা শুরু করবেন নাগিনের শুটিং।

২০২০ সাল থেকে পর্দায় নেই শ্রদ্ধা কাপুর। তবে তা শ্রদ্ধার জনপ্রিয়তাকে প্রভাবিত করেনি। ইনস্টাগ্রামে বলিউড তারকাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অনুসারী এখন শ্রদ্ধার। প্রিয়াঙ্কা চোপড়া আছেন প্রথম স্থানে।

বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত