Ajker Patrika

সংবাদপত্র এজেন্ট সেরা করদাতা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২: ৩৫
সংবাদপত্র এজেন্ট  সেরা করদাতা

রাজশাহী কর অঞ্চলের ৪২ জন ‘সেরা করদাতা’কে সম্মাননা জানানো হয়েছে। গতকাল বুধবার কর অঞ্চল রাজশাহীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া ৪২ জনের মধ্যে রাজশাহীর একজন সংবাদপত্র এজেন্টও আছেন।

রাজশাহীর সংবাদপত্র এজেন্ট তাজকেরাতুল ইসলাম দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে এই সম্মাননা পেয়েছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘সঞ্চিতা’। রাজশাহী কর ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাজকেরাতুলের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর স্বামী প্রফেসর নজরুল ইসলাম। তাজকেরাতুল ইসলাম এর আগে ১৯৮৬ সালে একবার সেরা করদাতা হয়েছিলেন।

রাজশাহী কর অঞ্চলের মোট ৮১ হাজার ৯৩৩ জন রিটার্ন দাখিলকারীর মধ্যে সেরা করদাতা ৪২ জনকে সম্মাননা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত