Ajker Patrika

‘তাঁরা শুধু লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন’

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ২৭
‘তাঁরা শুধু লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। তাঁরা গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাক, তা কখনো চিন্তা করেননি। তাঁরা শুধু লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন।’

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুল মোকাদ্দেস, আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, ফরাক্কাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আউয়াল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২৫ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করার প্রকল্প হাতে নিয়েছিলেন। বাংলাদেশের প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক হবে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত