Ajker Patrika

জাল নোট উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ৩০
Thumbnail image

লালমনিরহাট জেলা কারাগার সংলগ্ন সেতুর নিচ থেকে ১ হাজার টাকার জাল নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে এ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট শহরের জেলখানা রোডের পাশে একটি সেতুর নিচে পানিতে মাছ ধরতে যান স্থানীয় এক ব্যক্তি। সেখানে টেপরাই বসিয়ে কাদা দিয়ে ভর দিতে গিয়ে হাতে কাদার সঙ্গে একটি টাকার বান্ডিল উঠে আসে। এ সময় ওই ব্যক্তি স্থানীয় দু-একজনের সহায়তায় সদর থানা-পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ বস্তা টাকা উদ্ধার করে।

স্থানীয় আব্দুস সালাম বলেন, ‘আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো বান্ডিলই আমি নেড়ে দেখেছি। সবগুলোই জাল নোট।’

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম বলেন, ‘শহরের জেলখানা রোডে কিছু টাকার সন্ধান পেয়েছে বলে স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ৬৬ বান্ডিল ১ হাজার জাল টাকার নোট উদ্ধার করি। তবে উদ্ধার অভিযান চলছে। এখনো কিছু বলা যাচ্ছে না। হয়তো আরও টাকা পাওয়া যেতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত