Ajker Patrika

৬ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ৪০
Thumbnail image

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন দীর্ঘ ৭ বছর পর ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বাজারটিতে। পোস্টারে ছেয়ে গেছে পুরো বাজার। বাজারের অলি-গলি প্রার্থীদের পদ প্রচারে মুখর। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন প্রার্থী।

সভাপতি পদে নুরুল ইসলাম বাছিত ও আলী হাসান শাহিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি পদে বিলাল আহমদ, খোকনুর রহমান, ইকবাল আহমদ খান ও আব্দুল হাই খসরু লড়ছেন। সাধারণ সম্পাদক পদে উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, নাহিদ হাসান চৌধুরী ও জাকিরুল হক চৌধুরী পাপ্পু লড়ছেন। সহসাধারণ সম্পাদক পদে চম্পক লাল দেব, মাজহারুল ইসলাম রাসেল, গোলাম সারওয়ার খান বাবু ও আল কাওসার হাবিব টিটু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ার হোসেন সাজু, শেখ টিটু আহমদ ও জাকারিয়া আহমদ খান জাবের লড়াই করছেন। অর্থ সম্পাদক পদে শাহিন আহমদ খান, সামি মোহাম্মদ, বিদ্যুত সাহা ও মো. জাহিদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দপ্তর সম্পাদক পদে কামাল আহমদ ও চম্পু দত্ত লড়াই করছেন। প্রচার সম্পাদক পদে ছালেহ আহমদ ডালিম, আমিনুল ইসলাম জয়নাল, জয়নাল আবেদীন ও মামুন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদস্য পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ১ হাজার ৯১৭ জন।

সহকারী নির্বাচন কমিশনার মো. আহাদুজ্জামান বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। ৬ ডিসেম্বর ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হবে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থী ও সমর্থকদের মধ্যে সম্প্রীতির মাধ্যমে সুষ্ঠু ভোটের আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত