Ajker Patrika

৬ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ৪০
৬ ডিসেম্বর  ফেঞ্চুগঞ্জ বাজার  বণিক সমিতির নির্বাচন

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন দীর্ঘ ৭ বছর পর ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বাজারটিতে। পোস্টারে ছেয়ে গেছে পুরো বাজার। বাজারের অলি-গলি প্রার্থীদের পদ প্রচারে মুখর। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন প্রার্থী।

সভাপতি পদে নুরুল ইসলাম বাছিত ও আলী হাসান শাহিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি পদে বিলাল আহমদ, খোকনুর রহমান, ইকবাল আহমদ খান ও আব্দুল হাই খসরু লড়ছেন। সাধারণ সম্পাদক পদে উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, নাহিদ হাসান চৌধুরী ও জাকিরুল হক চৌধুরী পাপ্পু লড়ছেন। সহসাধারণ সম্পাদক পদে চম্পক লাল দেব, মাজহারুল ইসলাম রাসেল, গোলাম সারওয়ার খান বাবু ও আল কাওসার হাবিব টিটু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ার হোসেন সাজু, শেখ টিটু আহমদ ও জাকারিয়া আহমদ খান জাবের লড়াই করছেন। অর্থ সম্পাদক পদে শাহিন আহমদ খান, সামি মোহাম্মদ, বিদ্যুত সাহা ও মো. জাহিদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দপ্তর সম্পাদক পদে কামাল আহমদ ও চম্পু দত্ত লড়াই করছেন। প্রচার সম্পাদক পদে ছালেহ আহমদ ডালিম, আমিনুল ইসলাম জয়নাল, জয়নাল আবেদীন ও মামুন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদস্য পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ১ হাজার ৯১৭ জন।

সহকারী নির্বাচন কমিশনার মো. আহাদুজ্জামান বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। ৬ ডিসেম্বর ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হবে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থী ও সমর্থকদের মধ্যে সম্প্রীতির মাধ্যমে সুষ্ঠু ভোটের আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত