Ajker Patrika

৩২ বছরেও বিদ্যালয়ের জমির পরিমাণ অজানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬: ৪৫
৩২ বছরেও বিদ্যালয়ের জমির পরিমাণ অজানা

সাতক্ষীরার তালা উপজেলার মধ্য আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩২ বছরেও কমিটি কিংবা শিক্ষকেরা জানেন না স্কুলের জমির সীমানা। সম্প্রতি বিদ্যালয় কমিটি পাশের মসজিদ ঘেঁষা একটি গাছ কাটতে গেলে বিষয়টি আলোচনায় এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। প্রতিষ্ঠার সময় স্কুলের নামে মোট ৫টি খতিয়ানে ৭টি দাগের মধ্যে ৩৬ শতক জমি দান করেন দাতারা। এরপর দুই যুগ পর ২০১৩ সালে সরকারি করা হয় স্কুলটি। এরপরও পেরিয়ে গেছে ৮টি বছর। তবে স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা শিক্ষকদের কেউ জানেন না, স্কুলের মূল সম্পত্তির পরিমাণ কত এবং তার অবস্থান কোথায়।

মূলত স্কুলটির মূল ভবন রয়েছে ৭ শতক জমির ওপর। বাকি ২৯ শতক জমি পাশের বিলে। এই ২৯ শতক জমি কারা দখল করছে কিংবা কোন শর্তে—তারও হদিস নেই কারও কাছে। আবার স্কুলের সামনে যে খেলার মাঠ, সেটিও বিদ্যালয়ের নয়।

আরও জানা গেছে, ২০১৩ সালে স্কুলটি সরকারীকরণের সময় শুধু কাগজ-কলমে এর মূল জমির পরিমাপ ও অবস্থান উপস্থাপন করে কর্তৃপক্ষ। তবে সেই জমি দখলে নিতে কোনো উদ্যোগ নেয়নি বিদ্যালয় কমিটি।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি কৃষ্ণ মুনির কাছে জানতে চাইলে তিনি জানান, তৎকালীন প্রধান শিক্ষক তাঁকে ওই সম্পত্তির দখল বুঝে দিয়ে যাননি; আর তাঁরও জানা নেই জমির প্রকৃত অবস্থান কোথায়। তবে বিষয়টি জানার পর তিনি ম্যানেজিং কমিটিসহ শিক্ষকদের নিয়ে আজ শনিবার মিটিং আহ্বান করেছেন। আলোচনায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া তিনি বিদ্যালয় কমিটির কাছে সব কাগজপত্র চেয়ে নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত