Ajker Patrika

ঐতিহাসিক কামান্না দিবস পালিত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৭
ঐতিহাসিক কামান্না দিবস পালিত

ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে কামান্না ২৭ শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ১০ নম্বর বগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার জহুর–ই–আল, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার একরাম হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টুলুসহ আরও অনেকে।

এ সময় পার্থ প্রতিম শীল বলেন, ‘১৯৭১ এর এই দিনে এ উপজেলার ও মাগুরা জেলার ২৭ ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। প্রতিবছরের মতো এবারও ওই শহীদদের প্রতি সম্মান জানানো হচ্ছে। এতে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। শ্রদ্ধাভরে শহীদদের স্মরণ করার পাশাপাশি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।’

১৯৭১ সালের ২৬ নভেম্বর রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে কামান্না গ্রামে শহীদ হন মাগুরার শ্রীপুর উপজেলা ও শৈলকুপার ২৭ বীর মুক্তিযোদ্ধা। প্রতি বছর এ দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করে আসছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত